নারদ-কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-কে অনুমতি দিয়েছিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। গত ৭ মে তিনি তদন্তকারী সংস্থাকে ওই অনুমতি দিয়েছেন বলে জানাল সিবিআই। একই সঙ্গে তারা জানিয়েছে, শাসকদলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বিবৃতি দিয়ে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।
সোমবার সকাল থেকে নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে একে একে নিয়ে যাওয়া হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সকালে ফিরহাদের বাড়িতে সিবিআই-এর একটি দল পৌঁছয়। তারা মন্ত্রীকে নিজাম প্যালেসে নিয়ে আসে। তার আগে যদিও বাড়ির বাইরে বেরিয়েই ফিরহাদ সংবাদমাধ্যমে জানান, তাঁকে নারদা মামলায় গ্রেফতার করছে সিবিআই। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয় বেলা ১২টা নাগাদ। জানিয়ে দেওয়া হল, গ্রেফতার করা হয়েছে ওই চার জনকেই।