ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) আগে প্রাথমিক ভাবে চার জেলাকে নজরে রাখল জাতীয় নির্বাচন কমিশন। আগামী বুধবার, ৮ অক্টোবর কমিশনের প্রতিনিধিদের দু’দিনের রাজ্য সফর শুরু হবে। তখনই কয়েকটি জেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখার দিন নির্ধারিত করেছিলেন কমিশন-কর্তারা।
৮ এবং ৯ অক্টোবর সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পাশাপাশি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনায় আলাদা করে প্রস্তুতি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। তবে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতির কারণে সেখানকার জেলাশাসক এবং বাকি নির্বাচনী আধিকারিকদের ৮ অক্টোবরের বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ, তাঁরা ত্রাণ-পুনর্বাসনের কাজে এখন ব্যস্ত। উত্তরবঙ্গের জন্য এ মাসের শেষে পৃথক বৈঠক ডাকবে কমিশন।
এই সফরে কমিশনের প্রতিনিধি দলে থাকছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সিনিয়র উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খন্না প্রমুখ। মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এবং তাঁর দফতরের আধিকারিকদের নিয়ে ৮ অক্টোবর সকাল ১০টা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক (এডিএম-নির্বাচন), ওসি (নির্বাচন), এসডিও, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং জেলাভিত্তিক ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টারের (এনআইসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কমিশন-কর্তারা। সূচি অনুযায়ী, ওই দিনই দুপুরে এবং বিকেলে উত্তর ২৪ পরগনায় দু’টি বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। প্রথমটি হবে জেলা পরিষদ প্রেক্ষাগৃহে রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্র এবং রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র নিয়ে। সেখানে জেলাশাসক, এডিএম-নির্বাচন, ওসি-নির্বাচন, ইআরও, এইআরও, সুপারভাইজ়ার এবং বুথ লেভেল অফিসারদের হাজির থাকতে বলা হয়েছে। বিকেলে বারাসতে জেলাশাসকের দফতরে জেলাশাসক, এডিএম-নির্বাচন, ওসি-নির্বাচন, সব ইআরও এবং সিস্টেম ম্যানেজারদের নিয়ে বৈঠক হবে।
আধিকারিকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, আসন সংখ্যা এবং ভৌগোলিক অবস্থানগত কারণে উত্তর ২৪ পরগনা জেলার গুরুত্ব অনেক। ভোটার তালিকায় ভুয়ো, অযোগ্য নামের উপস্থিতি এবং আগামী এসআইআরের প্রক্রিয়ার দিক থেকেও এই জেলায় জোড়া বৈঠকের তাৎপর্য ভিন্ন। রাজারহাট-গোপালপুর বিধানসভায় ভোটার তালিকায় অসাধু হস্তক্ষেপের অভিযোগের অনুসন্ধান হয়েছে ইতিমধ্যেই। আবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি করে বিধানসভায় এমন অভিযোগের অনুসন্ধান হয়েছিল এবং চার জন আধিকারিককে নিলম্বিত করা হয়েছে।
৯ অক্টোবর কোলাঘাট প্রেক্ষাগৃহে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এবং ঝাড়গ্রামের জেলাশাসক, এডিএম-নির্বাচন, ওসি-নির্বাচন, সব ইআরও-এইআরও এবং সিস্টেম ম্যানেজারদের নিয়ে বৈঠক করবেন কমিশন-কর্তারা। সব বৈঠকেই থাকবেন সিইও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)