ডাকা হলেও শুনানিতে যাননি তিন লক্ষের বেশি ‘নো-ম্যাপিং’ ভোটার! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর)-এর শুনানিতে তাঁদের নোটিস দিয়েছিল কমিশন। কমিশন সূত্রে খবর, দিনক্ষণ জানিয়ে প্রায় ৩২ লক্ষ ‘নো-ম্যাপিং’ ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। এখন ওই শুনানি প্রায় শেষের মুখে। তাতে দেখা যাচ্ছে, প্রায় ১০ শতাংশ ভোটার শুনানিতে উপস্থিত হননি।
এসআইআরের খসড়া তালিকা প্রকাশের সময়ই কমিশন জানিয়েছিল পশ্চিমবঙ্গে ‘নো-ম্যাপিং’ ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। ওই সব ভোটার ২০০২ সালের শেষ এসআইআরের সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি। তাঁদের প্রত্যেককেই শুনানির জন্য প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হয়। ওই শুনানির একেবারে শেষ পর্যায়ে এসে কমিশনের তথ্য বলছে, ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ লক্ষ ২০ হাজারের কাছাকাছি ভোটার হাজিরাই দেননি।
‘নো-ম্যাপিং’ ছাড়াও তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি) রয়েছে, এমন ভোটারদেরও শুনানিতে ডেকেছে কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারি এসআইআরের শুনানির শেষ দিন। ওই মাসের ১৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে সেই সময়সীমা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। তারা জানাচ্ছে, শুনানিপর্ব এখনও চলছে। ‘নো ম্যাপিং’ কেউ যদি অংশ নিতে চান সেই সুযোগ দেওয়া হবে। না হলে নিয়ম মোতাবেক চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।
আরও পড়ুন:
সম্প্রতি সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। শনিবার ওই তালিকা প্রকাশের কথা। কমিশন জানিয়েছে, তথ্যগত অসঙ্গতির পাশাপাশি ‘নো-ম্যাপিং’ ভোটারের তালিকাও প্রকাশ করা হবে। অর্থাৎ, শনিবার প্রায় ১ কোটি ২৬ লক্ষ নামের তালিকা তারা প্রকাশ করবে।
গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এ বার যদি শুনানিতে হাজির না হওয়া 'নো ম্যাপিং' ৩ লক্ষের নাম বাদ যায়, তবে ওই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬১ লক্ষ।