কম্পিউটার বা ল্যাপটপে মাউস ক্লিক করে নয়। এ বার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে নিজের ভোটার সচিত্র পরিচয় পত্রের যাবতীয় তথ্য খোঁজখবর করতে পারবেন পূর্ব মেদিনীপুর জেলার ভোটাররা। জেলা প্রশাসন ও নির্বাচন দফতরের উদ্যোগে তৈরি এই নতুন অ্যাপের উদ্বোধন করা হয়েছে সোমবার। কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অনুসন্ধান পূর্ব মেদিনীপুর’ নামে নতুন এই মোবাইল অ্যাপের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য।
জেলাশাসক জানান, এই অ্যাপের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার যে কোন ভোটারের নাম, ঠিকানা, ভোটারের বুথ নম্বর, বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র ও ভোটারের বুথ লেভেল অফিসাররের নাম ও ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য জানা যাবে। কীভাবে এই অ্যাপ ব্যবহার করা যাবে? পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক চয়নকুমার সাহা জানান, অ্যানড্রয়েড মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে ইংরাজি অক্ষরে ‘অনুসন্ধান পূর্ব মেদিনীপুর’ উল্লেক্ষ করে অ্যাপ ডাউনলোড করতে হবে।