গত কয়েক মাসে একাধিক ভিডিয়ো বার্তা এবং কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনা ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন দীর্ঘ দিন আড়ালে থাকা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) প্রধান জীবন সিংহ। অসম রাজ্য সরকারের মধ্যস্থতায় কেন্দ্রের সাথে শান্তি আলোচনার আড়ালে তিনি যে নতুন করে সংগঠন শক্তিশালী করতে চাইছেন, সে বিষয়ে আগেই আভাস মিলেছিল। এবারে সেই জল্পনাকে বাস্তব রূপ দিয়ে নতুন করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল কেএলও।
গত ১৫ থেকে ২০ জুন জীবনের উপস্থিতিতে কেএলওর সাধারণ সভায় ৩২ জনের এই নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ছ’দিনের ওই সাধারণ সভা ভারত না কি প্রতিবেশী কোনও দেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছে, তা জানানো হয়নি। ওই সাধারণ সভায় মোট কত জন অংশ নিয়েছিলেন, তা-ও স্পষ্ট করে জানায়নি নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি। তবে সূত্রের খবর, উত্তর-পূর্ব ভারতের মায়ানমার সীমান্তের এক গোপন ডেরায় হয়েছিল সাধারণ সভা। তাতে কয়েক দফায় তিনশোর বেশি সক্রিয় কেএলও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কয়েক বছর পরে কেএলও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল। সংগঠনের তথ্য ও প্রচার দফতরের সহসচিব দাওসার লাঙকাম কোচের তরফ জারি করা এক বিবৃতিতে নয়া কেন্দ্রীয় কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন এই কমিটিতে সব থেকে বড় চমক— প্রথম বার কেএলও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন দুই মহিলা। নতুন কমিটিতে নারী কল্যাণ বিভাগের সচিব ও সহসচিব করা হয়েছে মতেশ্বরী অধিকারী এবং উর্বশী কোচকে। কিছু দিন আগে সংগঠনের তরফে জারি করা ভিডিয়োতে সামরিক পোশাকে সশস্ত্র নারীদের দেখা গিয়েছিল। এ বার সংগঠনের শীর্ষ স্তরে দু’জন মহিলার অন্তর্ভুক্তি হল।