প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক তৃণমূলে যোগ দেওয়ার পরে তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য ন’জনের ইন্টারভিউ হয়েছিল দিল্লিতে। যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব সেই ইন্টারভিউ নেওয়ার পরে চারজন যুবনেতাকে নিয়ে ‘লিডারশিপ কমিটি’ গঠন করে দিয়েছেন বলে শনিবার জানানো হয়েছে।
এআইসিসি সূত্রের খবর, ওই চার জন সদস্য আলোচনা করেই পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন । যুব সংগঠন চলবে এই চার নেতার নেতৃত্বে। যুব কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, মধ্যবর্তী পর্যায়ে নতুন কাউকে সভাপতি করতে গেলে সর্বশেষ সাংগঠনিক নির্বাচন থেকে উঠে আসা পদাধিকারীদের মধ্যে থেকে এক বা একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন:
সেই রীতি মেনেই যৌথ নেতৃত্বের ভিত্তিতে আপাতত প্রদেশ যুব কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব। প্রসঙ্গত, ২০২২ সালে শেষ বার পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হয়েছিল। যুব সভাপতি পদে আজহার মল্লিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনা জাভেদকে হারিয়েছিলেন।