সুরক্ষার বন্দোবস্ত সত্ত্বেও সাইবার সরণিতে লেনদেনের ক্ষেত্রে প্রতারণার অভিযোগ ওঠে হামেশাই। এটিএম তো বটেই, সেই সঙ্গে অনলাইনে কেনাকাটা ও টাকা লেনদেন কী ভাবে আরও নিরাপদ হতে পারে, ব্যক্তিগত তথ্য কী করে অধিকতর সুরক্ষিত রাখা যায়, তার দিশা দেখাচ্ছেন তিন বাঙালি বিজ্ঞানী তাপস মজুমদার, অরবিন্দ মল্লিক ও প্রভাকর পাল। তাপসবাবু কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং অরবিন্দবাবু কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে রসায়নের সহকারী অধ্যাপক। আর প্রভাকরবাবু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহকারী গবেষক।
অনলাইনে কেনাকাটা এবং টাকা লেনদেন উত্তরোত্তর বাড়ছে। সেই লেনদেনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাসওয়ার্ড। এর মাধ্যমে যন্ত্র প্রথমে গ্রাহকের পরিচয় যাচাই করে। তার পরেই আর্থিক লেনদেন হয়। সেই তথ্যের সুরক্ষা পদ্ধতি কী ভাবে আরও নিখুঁত করা সম্ভব, তা বাতলে দিচ্ছেন ওই তিন বাঙালি বিজ্ঞানী।
ওই গবেষকদের বক্তব্য, তথ্য সুরক্ষার ঘাটতিতে হ্যাকিংয়ের মতো অপরাধ বাড়ছে এবং বহু মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন যে-পদ্ধতির কথা তাঁদের গবেষণায় বলা হয়েছে, তাতে হ্যাকিংয়ের মতো সাইবার সরণির অপরাধ কমবে। এই পদ্ধতি এটিএম, অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো সর্বত্রই কার্যকর হবে বলে জানাচ্ছেন অরবিন্দবাবু।