Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘ছাত্রবন্ধু’ হতে মোবাইল অ্যাপ

‘স্মার্ট ক্লাসরুম’, ‘স্মার্ট কার্ড’-এর পরে এ বার মোবাইল অ্যাপ— ‘ছাত্রবন্ধু’। স্মার্ট ক্যাম্পাসের লক্ষ্যে আপাতত ইংরেজি মাধ্যমে এই অ্যাপ চালু হতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে এই অ্যাপ ‘গুগল প্লে-স্টোর’এ বিনামূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। জায়গা নেবে ১০ এমবি।

পিনাকী গঙ্গোপাধ্যায় ও বরুণ দে
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৮
Share: Save:

‘স্মার্ট ক্লাসরুম’, ‘স্মার্ট কার্ড’-এর পরে এ বার মোবাইল অ্যাপ— ‘ছাত্রবন্ধু’।

স্মার্ট ক্যাম্পাসের লক্ষ্যে আপাতত ইংরেজি মাধ্যমে এই অ্যাপ চালু হতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে এই অ্যাপ ‘গুগল প্লে-স্টোর’এ বিনামূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। জায়গা নেবে ১০ এমবি। রঞ্জনবাবুর কথায়, ‘‘এ উদ্যোগ দেশে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম। এটি ছাত্র-শিক্ষক এবং প্রশাসকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।’’

কী ভাবে কাজ করবে ওই অ্যাপ?

ক্লাসের নতুন রুটিন কী, পরীক্ষা কবে হবে, ফল প্রকাশই বা কখন, কবে-কোন বিষয়ের সেমিনার, কে তাতে বক্তব্য রাখবেন— সে সব সরাসরি জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। করা যাবে পরীক্ষার ফর্ম ফিল-আপ। অ্যাপে মিলবে শিক্ষকদের আপলোড করা ‘স্টাডি মেটিরিয়াল’ও। এই কার্ড তৈরির বরাত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘সেন্ট্রার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং’ কে। স্মার্ট কার্ড দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া, শিক্ষাকর্মী—সকলকেই। বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের শিক্ষক-প্রশাসকদের লগ-ইন আইডি দেওয়া হবে। তার ফলে কলেজ পড়ুয়াদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে নানা বিষয়ে দ্রুত তথ্য আদান-প্রদান সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের ডিরেক্টর সুনীল মল্লিক জানান, অ্যাপে ছাত্র, শিক্ষক এবং প্রশাসকদের জন্যে তিনটি ভাগ থাকবে। ছাত্রদের জন্যে নির্দিষ্ট ট্যাবটিতে গেলে খুলে যাবে আরও তিনটি ট্যাব। তাতে থাকবে নোটিফিকেশন, রেজাল্ট, ফিড-ব্যাক। তাতে বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়মিত আপডেট দেওয়া হবে। সঙ্গে থাকবে বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি। এক কর্তার আশ্বাস, “সমস্ত গোপনীয়তাই অ্যাপে বজায় রাখা হবে।’’

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থাকার পরেও অ্যাপের ভাবনা কেন? সাইবার বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এখন ইন্টারনেটের ব্যবহার মূলত মোবাইল ভিত্তিক। গ্রামগঞ্জের অনেকেই আছেন যাঁদের কাছে কম্পিউটর ততটা নাগালে নেই, যতটা রয়েছে মোবাইল। ওয়েবসাইট মূলত কম্পিউটরে খোলার মতো করেই ‘ডিজাইন’ করা হয়। মোবাইলে ওয়েবসাইট খুলতে নানা রকম সমস্যা হয়। সেই জটিলতা এড়ানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল মোবাইল অ্যাপ। তা ছা়ড়া নিজে থেকে ওয়েবসাইট না খুললে তথ্য পাওয়ার কোনও উপায় নেই। ব্যবহারকারীর নিজের তাগিদ জরুরি। কিন্তু, অ্যাপ কোনও আপডেট সঙ্গে সঙ্গে নোটিফিকেশন দিয়ে মুহূর্তে জানিয়ে দেবে। ফলে ছাত্র-শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের মধ্যে সমন্বয়ও তৈরি করবে এই অ্যাপ। আপাতত ‘অ্যানড্রয়েড’ প্ল্যাটফর্মে অ্যাপ চালু হলেও পরে মাইক্রোসফ্ট, আই-স্টোরেরও জন্যেও তা আলাদা ভাবে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দীর কথায়, ‘‘তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের আরও কাছে পৌঁছতে চাইছে বিশ্ববিদ্যালয়। আর এর সবটাই হচ্ছে ইউসিজি-র নির্দেশিকা মেনেই।’’

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে। স্মার্ট ক্যাম্পাসের তকমা পেতে হলে মূলত পাঁচটি শর্তপূরণ করতে হয়। এক, পুরো ক্যাম্পাসে ওয়াইফাই থাকতে হবে। দুই, পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার-র আওতায় থাকতে হবে। তিন, স্মার্ট ক্লাসরুম থাকতে হবে। চার, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু থাকতে হবে। এবং পাঁচ, বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে স্মার্ট কার্ড থাকতে হবে। প্রথম দু’টি শর্ত পূরণ করে ফেলেছে বিশ্ববিদ্যালয়। স্মার্ট ক্লাসরুমের কাজ শুরু হয়েছে। বায়োমেট্রিকের জন্যে স্মার্ট কার্ড তৈরিরও বরাত দেওয়া হয়েছে।

এমন উদ্যোগে খুশি পড়ুয়ারা। উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলিও। কারণ ছাত্রছাত্রীদের একটা বড় অংশ নেট-নির্ভর হয়ে পড়ছেন। সার্ফিংয়ের বিরাম নেই। ইন্টারনেট ব্যবহার চড়চড় করে বাড়ছে। স্মার্টফোন তাতে ইন্ধন জোগাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সৌরদীপ জানা, সাথী মণ্ডলদের কথায়, “এ বার অ্যাপেই বিশ্ববিদ্যালয়ের এত কিছু জানতে পারব। এর চেয়ে ভাল আর কী হতে পারত?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mobile app Chhatrabondhu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE