Advertisement
২০ এপ্রিল ২০২৪
State News

ময়লা ফেলার বিকল্প জমির খোঁজ বহরমপুরে

বিধানসভার বাজেট অধিবেশনে বুধবার অতিরিক্ত প্রশ্নের সুযোগে বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ওই শহরের ময়লা ফেলার জায়গার বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪০
Share: Save:

বহরমপুরে ময়লা, আবর্জনা ফেলার জন্য বিকল্প জমির সন্ধান চলছে বলে বিধানসভায় আশ্বাস দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এখন যে মাঠে ময়লা ফেলা হয়, সেখানে জঞ্জাল উপচে পড়ছে এবং রোগ ছড়াচ্ছে, এই সমস্যার কথা মেনে নিয়েই বিকল্পের ভাবনা জানিয়েছেন মন্ত্রী।

বিধানসভার বাজেট অধিবেশনে বুধবার অতিরিক্ত প্রশ্নের সুযোগে বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ওই শহরের ময়লা ফেলার জায়গার বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন। তিনি জানান, কুঞ্জঘাটা এলাকায় ওই ডাম্পিং গ্রাউন্ডের জন্য প্রায় ৬৭ থেকে ৭০ হাজার মানুষ নিত্য সমস্যায় জেরবার। আবর্জনার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, রোগ-জ্বালা ছড়াচ্ছে। দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ। মনোজবাবু বলেন, ‘‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নেই বলে এমন অবস্থা। এই সমস্যার সুরাহার জন্য সরকারের কোনও পরিকল্পনা আছে কি?’’ জবাবে পুরমন্ত্রী ফিরহাদ জানান, তাঁরা এই সমস্যা সম্পর্কে অবহিত। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে টাকা বরাদ্দ করে জেলাশাসকের হাতে ক্ষমতাও দেওয়া হয়েছে। বিকল্প জমির সন্ধান চলছে। জায়গা পাওয়া গেলেই পরিস্থিতি বদলানো যাবে। মন্ত্রীর কথায়, ‘‘যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।’’ মনোজবাবুর দাবি, ময়লা ফেলার বিকল্প জায়গা তৈরি হলে গোটা বহরমপুরবাসী উপকৃত হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Berhampore Dumping Ground
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE