তৃণমূল মানে শুধুই তিনি। তবে তাঁর অবর্তমানে দল আরও কয়েক দশক এ রাজ্যে ক্ষমতাসীন থাকবে বলে আগেই বিভিন্ন সভায় ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জয়ললিতার মৃত্যুর পরে এআইএডিএমকে-র পরিণতি দেখে স্বভাবতই কৌতূহল বাড়ছে মমতার উত্তরসূরী কে হবেন, তা নিয়ে। এ প্রশ্নের জবাব স্পষ্ট করে এবিপি আনন্দে বৃহস্পতিবার মমতা বলে দিলেন, ‘‘আজ বিজেপি আমাকে মেরে ফেললেও দলের কিছু হবে না। আমার চারটে প্রজন্ম তৈরি।’’
অথচ গত বিধানসভা ভোটেও ২৯৪টা কেন্দ্রেরই তিনিই তৃণমূলের প্রার্থী বলে প্রচার করেছেন মমতা। প্রত্যেক নেতাই তাঁর নাম ও ছবি দেখিয়ে ভোট-বৈতরণী অতিক্রম করেন বলে দলেই শোনা যায়। অথচ মমতার মুখেই চারটে প্রজন্মের কথা শুনে দলেই গুঞ্জন শুরু হয়েছে।
আরও পড়ুন: অভয় পেলেন ডাক্তাররা
তা হলে কি মমতার ভাইপো অভিষেকই আগামী দিনে দলের কাণ্ডারী হবেন? এ প্রশ্নের জবাব এড়িয়ে মমতা অবশ্য বলেন, ‘‘অভিষেক সামান্য কর্মী। সবে এসেছে। আরও অনেক পথ ওঁর বাকি।’’ তবে আগামী দিনে দলের নেতৃত্বে নতুন মুখ তুলে আনার উপরে যে জোর দেওয়া হচ্ছে, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।
তাঁর আরও বক্তব্য, ‘‘ছাত্র ও তরুণ প্রজন্মকে তুলে এনেছি। তাই নবীন ও প্রবীণ মিলেমিশেই যাতে কাজ হয়, সেই মতো সকলকে দায়িত্ব দেওয়া রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ তৈরি করা রয়েছে।’’ আগামীর কথা ভেবে তাঁর তৈরি করা এই ভবিষ্যৎ কর্মীরাই ৪০ বছর এ রাজ্যে নেতৃত্ব দিতে পারবে বলে তৃণমূল নেত্রীর আশা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy