মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার একাদশ শুনানি শেষে কোনও সিদ্ধান্ত হল না। বুধবার দুপুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই মামলার শুনানি হয়। সেই শুনানিতে মুকুলের তরফে অংশ নেন তাঁর আইনজীবী সায়ন্তক দাস ও আরিফ আলি। বিজেপি পরিষদীয় দলের তরফে হাজির হয়েছিলেন বিধায়ক অম্বিকা রায়, আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। সূত্রের খবর বৈঠকে মুকুলের আইনজীবীরা তাঁর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। সেই শুনানির পর স্পিকার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন। ২৮ জানুয়ারি পরবর্তী শুনানি হবে। সম্প্রতি মুকুল নিয়ে সুপ্রিম কোর্ট দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনও পদক্ষেপ হবে বলেই আশা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।