Advertisement
০২ মে ২০২৪

শিল্পে রাজ্য সাহায্য চায়নি, দাবি নির্মলার

শিল্প পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে পশ্চিমবঙ্গের কাছ থেকে গত দু’বছরে তাঁরা কোনও প্রস্তাবই পাননি বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারমন। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, পশ্চিমবঙ্গের শিল্পায়নে কেন্দ্র কী ধরনের সাহায্য করছে? তখনই নির্মলা এই কথা জানান।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৫ ০৪:০৯
Share: Save:

শিল্প পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে পশ্চিমবঙ্গের কাছ থেকে গত দু’বছরে তাঁরা কোনও প্রস্তাবই পাননি বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারমন।

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, পশ্চিমবঙ্গের শিল্পায়নে কেন্দ্র কী ধরনের সাহায্য করছে? তখনই নির্মলা এই কথা জানান। সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “মন্ত্রী বলছেন, রাজ্য কোনও প্রস্তাব পাঠায় না। অথচ আমরা রাজ্যে শুনি শিল্পায়নের ঝড় উঠেছে। তা হলে শেষ কোন প্রকল্পের জন্য প্রস্তাব এসেছিল রাজ্যের তরফে?” জবাবে নির্মলা বলেন, “হাওড়ায় কেমিক্যাল পার্কে শিল্পগুচ্ছ গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সাহায্য চেয়ে একটি প্রস্তাব এসেছিল। কিন্তু যে সব সংস্থা মিলে এই প্রকল্প করছে, তার মধ্যে রাজ্য সরকারের কোনও সংস্থা নেই। নিয়ম অনুযায়ী রাজ্যের কোনও সংস্থাকে থাকতে হবে। তা ছাড়া হাওড়া জেলা অনগ্রসর এলাকার মধ্যে পড়ে না। তাই শিল্প মন্ত্রক এই প্রকল্পে কোনও সাহায্য করতে পারেনি। ওটাই শেষ প্রস্তাব ছিল। কিন্তু তা খারিজ হয়ে গিয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নির্মলাকেই সম্প্রতি পশ্চিমবঙ্গের অভাব-অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই নির্মলাই এই তথ্য পেশ করায় অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল। তাদের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন যুক্তি দেন, পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধির হার জাতীয় হারের থেকে বেশি। ঋণগ্রস্ত রাজ্য হয়েও পশ্চিমবঙ্গের এই ‘মডেল’ কেন্দ্র অন্য রাজ্যে রূপায়ণ করতে পারে। নির্মলা জবাবে জানান, এই ধরনের কোনও ‘পাইলট প্রজেক্ট’ বা প্রকল্পের বিষয়ে কোনও প্রস্তাব রাজ্যের তরফে আসেনি। এ ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনা হতে পারে।

নির্মলা বলেছেন, “আমরাও চাই, পশ্চিমবঙ্গে শিল্পে উন্নয়ন হোক।” তবে তিনি জানান, শিল্পের ক্ষেত্রে জমি-সমস্যার সমাধান রাজ্যকেই করতে হবে। কোনও প্রয়োজনে কেন্দ্র অবশ্যই রাজ্যকে সাহায্য করবে। কিন্তু রাজ্যকেই সংশ্লিষ্ট প্রকল্পে ছাড়পত্র দিয়ে কেন্দ্রীয় সাহায্যের জন্য প্রস্তাব পাঠাতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

industry westbengal nirmala sitaraman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE