চলতি মাসের ২ তারিখে ভাটপাড়া পুরসভায় পাশ হওয়া অনাস্থা প্রস্তাবের মোকাবিলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। প্রথমে কিছুটা অক্সিজেন মিললেও তা দীর্ঘস্থায়ী হল না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার নির্দেশ দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ আজ, মঙ্গলবার আবার অনাস্থা বৈঠক করতে হবে।
ডিভিশন বেঞ্চের নির্দেশে তৃণমূল শিবির উল্লসিত। বিজেপি অবশ্য হাল ছাড়ছে না। আজই তারা সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছে।
এ দিন আপিল মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিংহ ও উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দেয়, অনাস্থা বৈঠকের নোটিস পুরসভার বোর্ডে টাঙিয়ে দিতে হবে। পুরভবনের ‘মিটিং রুমে’ জেলাশাসকের তত্ত্বাবধানে আজ বেলা ১টায় সেই বৈঠক হবে। তার রিপোর্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুখবন্ধ খামে আদালতে পেশ করবেন জেলাশাসক।