প্রতিরক্ষা মন্ত্রকের নানা পরীক্ষায় ইংরেজি ও হিন্দি, এই দুই ভাষায় উত্তরের ব্যবস্থাই চালু থাকবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বাংলার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন, প্রতিরক্ষার পরীক্ষায় বাংলা ও অন্যান্য স্বীকৃত ভাষায় প্রশ্নপত্র চালুর কোনও পরিকল্পনা সরকারের আছে কি না? প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে লিখিত জবাবে জানিয়েছেন, হিন্দি ও ইংরেজিতে পরীক্ষা নেওয়ার বর্তমান ব্যবস্থা ভাল ভাবেই চলছে। ঋতব্রতের বক্তব্য, ‘‘হিন্দি ও তার নানা কথ্য রূপ ব্যবহার করেন দেশের ৪১.০৩% মানুষ। প্রায় ৬০% মানুষই হিন্দিতে কথা বলেন না। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বাংলা বা অন্য কোনও স্বীকৃত ভাষায় পরীক্ষা নিতে রাজি নয়!’’