Advertisement
০৫ মে ২০২৪

ষাঁড়ের তাণ্ডব জল্পেশে

চেহারা সেই অর্থ বিরাট নয়৷ রং কালো৷ দুটো শিং-এর একটি আবার একটু ভাঙা৷ তার তাণ্ডবে জল্পেশে শনিবার বিকাল থেকে রবিবার পর্যন্ত এক মহিলা সহ তিন জন জখম হয়েছেন৷

তাড়া: দিনভর দাপিয়ে বেড়ারল ষাঁড়টি। সামনে কাউকে দেখলেই তেড়ে গেল। ছবি: দীপঙ্কর ঘটক।

তাড়া: দিনভর দাপিয়ে বেড়ারল ষাঁড়টি। সামনে কাউকে দেখলেই তেড়ে গেল। ছবি: দীপঙ্কর ঘটক।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৩:০২
Share: Save:

চেহারা সেই অর্থ বিরাট নয়৷ রং কালো৷ দুটো শিং-এর একটি আবার একটু ভাঙা৷ তার তাণ্ডবে জল্পেশে শনিবার বিকাল থেকে রবিবার পর্যন্ত এক মহিলা সহ তিন জন জখম হয়েছেন৷

শনিবার বিকেলে জল্পেশের শালতোলি এলাকায় ষাঁড়টিকে প্রথম দেখা যায়। এলাকার বাসিন্দাদের চোখে পড়ে। তারপরে মাঠে থাকা গরু ও ছাগলের দিকে বারবার করে তাকে তেড়ে যেতে দেখা যায়৷ দু’টি গরুকে শিং দিয়ে জখমও করে সে৷ বিপদ বুঝতে পেরে নিজের গরুটিকে মাঠ থেকে বাড়ি আনতে ছুটে গিয়েছিলেন রিনা রায় নামে এলাকার এক মহিলা৷ সেই সময় ষাঁড়টি তাঁকেও আঘাত করে। মহিলাকে প্রথমে ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে জলপাইগুড়িতে রেফার করা হয়৷

রাতের দিকে আর ষাঁড়ের তাণ্ডব না চললেও, ভোরের আলো ফুটতেই ফের সে এলাকায় ঢুকে পড়ে। সাপ্তাহিক হাটের জন্য এ দিন জল্পেশে সকাল থেকেই ভিড় ছিল৷ মানুষ দেখলেই তেড়ে ষাঁড়টি৷ শালতোলি ছাড়াও টনটনবাড়ি, বাশিলারডাঙা এলাকায় ষাঁড়ের তাণ্ডব চলতে থাকে৷ ষাঁড় সামলাতে শেষ পর্যন্ত খবর যায় প্রশাসন ও বন দফতরে৷ খবর পাঠানো হয় প্রাণী সম্পদ দফতরেও৷ কিন্তু কে ষাঁড়কে কাবু করবে, তা ঠিক করতে আরও বেশ খানিক ক্ষণ সময় চলে যায়৷ এরই মধ্যে ষাঁড়ের আক্রমণে আরও দু’জন জখম হয়েছেন৷

শেষ পর্যন্ত ষাঁড়টিকে কাবু করতে ময়দানে নামে জনতাই৷ তারাই কোনও রকমে দড়ি দিয়ে ষাঁড়টিকে বেঁধে একটি বাঁশঝাড়ে নিয়ে যান৷ সেখানেই বাঁশের ঘেরাটোপ দিয়ে তাকে আটকে রাখে তারা৷ ততক্ষণে অবশ্য এলাকায় পৌছে গিয়েছেন পশু চিকিৎসকরা৷ ঘুম পাড়ানি গুলি নিয়ে পৌঁছে গিয়েছেন বন দফতরের কর্মীরাও৷ তা অবশ্য আর ব্যবহার করতে হয়নি৷

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সীমা সরকার বলেন, আমরা খবর পাঠানোর পর ষাড়কে কাবু করতে বন দফতর সহ বিভিন্ন মহল থেকে লোক এসেছিল৷ এই মুহুর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bull Attack Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE