ভিসার মেয়াদ শেষ হয়েছিল গত নভেম্বরে। কিন্তু ‘প্রেমের টানে’ এ দেশেই থেকে যান বাংলাদেশের এক যুবক। শুক্রবার বিয়ে ছিল তাঁর। গভীর রাতে বিয়ের আসর থেকেই তাঁকে ধরে পুলিশ। কেঁদে ভাসান সদ্য বিবাহিতা স্ত্রী। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা উজ্জ্বল বর্মণকে গ্রেফতার করা হয়েছে। ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস বলেন, “অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নিতেই হবে পুলিশকে।” দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত সুপার অভিষেক রায় বলেন, “যুবককে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির চম্পাসারির অনুষ্কা সিংহের সঙ্গে সমাজমাধ্যমে আলাপ উজ্জ্বলের। বাংলাদেশে অশান্তির মধ্যে গত সেপ্টেম্বরে ভারতে আসেন তিনি। উজ্জ্বলের আত্মীয়ের বাড়ি ফাঁসিদেওয়ার চিকনমাটিতে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চিকনমাটিতে ওই আত্মীয়ের বাড়িতে বিয়ে হয় উজ্জ্বল ও অনুষ্কার। ভিসার মেয়াদ শেষ হওয়ার খবর পেয়ে বিয়ে প্রায় শেষ হওয়ার মুখে সেখানে হাজির হয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে থাকার অপরাধে উজ্জ্বলকে ধরা হয়। পাত্রীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, বিষয়টি তাদের জানা ছিল না।
পুলিশ সূত্রের খবর, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে অনেকেই সে দেশ থেকে ভারতে আসতে শুরু করেন। অনেকে এ দেশে তাঁদের আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করেন। তাঁদের একাংশ ভিসার মেয়াদ ফুরোলেও বাংলাদেশে ফিরেছেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)