Advertisement
E-Paper

তৃণমূল নেতাদের দ্বন্দ্বে বন্ধ কারখানা, নালিশ

তৃণমূল নেতাদের মতবিরোধের জেরে একটি সিমেন্ট কারখানা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ ৷ ফলে কর্মহীন হয়ে পড়লেন স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় শখানেক শ্রমিক৷

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০২:০৬

তৃণমূল নেতাদের মতবিরোধের জেরে একটি সিমেন্ট কারখানা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ ৷ ফলে কর্মহীন হয়ে পড়লেন স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় শখানেক শ্রমিক৷ কারখানাটি জলপাইগুড়ির রাজগঞ্জে ৷

এতদিন রাজগঞ্জের ওই সিমেন্ট কারখানার শ্রমিকদের নিয়ন্ত্রণে ছিল মূলত সিটু। কিন্তু গত বিধানসভা নির্বাচনের পর থেকেই সেখানে স্থানীয় তৃণমূল নেতাদের প্রভাব বাড়তে শুরু করে ৷ অভিযোগ, সমস্যাও শুরু হয় তখন ৷ কারখানার ম্যানেজার হীরালাল কর্মকার বলেন, ‘‘এতদিন কারখানার শ্রমিকরা একটি শিফটেই ডিউটি করতেন ৷ গত এপ্রিল মাস থেকে দু’টি শিফট চালু করার কথা বলা হয়৷ কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মন্টু দেবনাথের উস্কানিতে শ্রমিকরা তা মানতে অস্বীকার করেন৷ যখন তখন কারখানায় ঢুকে শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছেন ওরা ৷ তাই বাধ্য হয়েই কারখানা বন্ধ করতে হয়েছে৷’’

যদিও তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জের বলাইগঞ্জ বুথ কমিটির সভাপতি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি৷ তাঁর সাফ কথা, ‘‘ ভালভাবেই কারখানা চালানোর পক্ষে ছিলাম ৷ কিন্তু কারখানা কর্তৃপক্ষই শ্রমিকদের নানান পাওনাগন্ডা অনেকদিন ধরে মেটাচ্ছিলেন না ৷ তা বলে কখনই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করিনি৷’’

তবে মন্টুবাবু যাই দাবি করুন না কেন, এলাকার তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইএনটিটিইউসি নেতৃত্বও কিন্তু কারখানা বন্ধের জন্য মন্টুবাবুদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ আইএনটিটিইউসি-র রাজগঞ্জ ব্লকের সভাপতি তপন দে বলেন, ‘‘সিটুর প্রভাব কমার পর আমরা ওই কারখানায় ইউনিয়ন খুলতে চেয়েছিলাম৷ কিন্তু সেখানে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বারবার করে মন্টু দেবনাথরা ঢুকে পড়ছিলেন৷ আইএনটিটিইউসি তো বটেই তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকেও বারবার তাঁদের সাবধান করা হয়েছিল ৷ তারপরেও কারখানায় ঢুকে তাদের দাদাগিরি অব্যাহত ছিল৷’’ কারখানার ম্যানেজার হীরালালবাবু জানান, পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷ তবে এক্ষুনি কারখানা খুলছে না ৷

TMC cement factory
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy