এমন মার, ট্রাফিক পুলিশকে ভর্তি হতে হল হাসপাতালে! নো পার্কিং জোন-এ গাড়ি রাখতে বারণ করায় প্রচণ্ড মার খেলেন বিশ্বনাথ সাহা নামের ওই ট্রাফিক কনস্টেবল। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজারের রবীন্দ্র অ্যাভেনিউতে।
পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এ দিনও ডিউটিতে ছিলেন বিশ্বনাথবাবু। দুপুর ৩টে নাগাদ তাঁর চোখে পড়ে, ওই এলাকার নো পার্কিং জোনে একটি সাদা অ্যাম্বাসাডর দাঁড় করানো রয়েছে। বিশ্বনাথবাবু সেখানে গাড়ি রাখতে বারণ করায় ভিতর থেকে দু’জন নেমে এসে হঠাৎই মারধর শুরু করে। ভিতরে বসে থাকে আরও দু’জন। ঘটনাটি দেখে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। বিপদ বুঝে বাকি দু’জন গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা আটক করে রাখেন অন্যদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিশ্বনাথবাবুকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আপাতত অভিযুক্তদের থানায় নিয়ে গিয়ে আটক করে রেখেছে পুলিশ। জেরায় জানা গিয়েছে, অভিযুক্তরা বিহারের কাটিহার জেলার মনিহারির বাসিন্দা। ঘটনাটির তদন্ত চলছে।