Advertisement
১৬ মে ২০২৪

চার্জশিটে নাম বাদ অভিজিৎ সিংহের

যুব তৃণমূল কর্মী শুভঙ্কর মিশ্রকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু ওই ঘটনায় টিএমসিপি-র জেলা সভাপতি অভিজিৎ সিংহর বিরুদ্ধে চার্জশিট জমা দিল না পুলিশ৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০২:১৮
Share: Save:

যুব তৃণমূল কর্মী শুভঙ্কর মিশ্রকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু ওই ঘটনায় টিএমসিপি-র জেলা সভাপতি অভিজিৎ সিংহর বিরুদ্ধে চার্জশিট জমা দিল না পুলিশ৷ সোমবার ওই ঘটনায় মোট পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়৷ আদালত সূত্রের খবর, চার্জশিটে বলা হয়েছে, অভিজিতের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে৷ এবং এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হতে পারে বলে আদালতে জানিয়ে রেখেছে পুলিশ৷

গত জানুয়ারি মাসে জলপাইগুড়িতে কলেজ নির্বাচন হয়৷ কিন্তু তার আগে কোন্দলে জড়িয়ে পড়ে টিএমসিপির দুই গোষ্ঠী৷ যার জেরে গত ৩ জানুয়ারি গভীর রাতে কদমতলা এলাকায় শুভঙ্করকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ৷ শুভঙ্করের স্ত্রী ওই দিনই অভিজিৎ সিংহ সহ চোদ্দোজনের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন৷ পরবর্তীতে হলফনামা দিয়ে আরও তিন জনের নামে অভিযোগ করেন শুভঙ্কর নিজে৷ ঘটনার নব্বই দিনের মাথায় এ দিন আদালতে পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ৷ তবে এফআইআরে নাম থাকা দু’জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে৷ আর অভিজিতের ক্ষেত্রে তদন্ত চলছে বলে বলা হয়েছে৷ সরকার পক্ষের আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘‘অভিজিতের ক্ষেত্রে তদন্ত এখনও শেষ হয়নি৷ তদন্ত চলছে৷ এবং তদন্তে তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তার নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে
দেওয়া হবে৷’’

পুলিশ এ দিন অভিজিতের বিরুদ্ধে চার্জশিট না দেওয়ায় ক্ষুব্ধ শুভঙ্কর বলেন, ‘‘সে দিন রাতে অভিজিতের নেতৃত্বেই আমার ওপর হামলা হয়েছিল৷ পুলিশকে আমি বারবার সে কথা বলেছি৷ তা সত্ত্বেও অভিজিতের নাম এ দিনের চার্জশিটে না থাকাটা খুবই দুর্ভাগ্যজনক৷ অভিজিতের বিরুদ্ধে পুলিশের তদন্ত কোন দিকে এগোয় তা দেখতে আরও কয়েকদিন অপেক্ষা করব৷ তারপর প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হব৷’’ এ দিন তার বিরুদ্ধে পুলিশের চার্জশিট জমা না দেওয়া নিয়ে মন্তব্য করতে চাননি অভিজিৎ৷ তিনি বলেন, ‘‘প্রশাসনের ওপর আস্থা রয়েছে৷ আর কিছু বলব না৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhijit Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE