বিতর্ক শুরু হতেই এপস্টাইন ফাইলে থাকা ডোনাল্ড ট্রাম্পের ছবি পুনরায় প্রকাশ করল আমেরিকার বিচার বিভাগ। বিতর্কের মুখে বিচার বিভাগের ব্যাখ্যা, প্রথমে মনে করা হয়েছিল, ওই ছবি প্রকাশ করা হলে যৌন অপরাধের শিকার যাঁরা, তাঁদের পরিচয় প্রকাশ্যে চলে আসবে। কিন্তু পরে দেখা যায়, তেমন সম্ভাবনা নেই। তার পরেই নাকি ট্রাম্পের ওই ছবি পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এপস্টাইন ফাইলে থাকা এই ছবিতেই দেখা গিয়েছে ট্রাম্পকে। ছবি: সংগৃহীত।
জেফ্রি এপস্টাইন কুখ্যাত যৌন অপরাধী। তাঁর সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেননি ট্রাম্প। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত নভেম্বরে এপস্টাইন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। সেই মতো শুক্রবার যে ফাইলগুলি প্রকাশ করা হয়েছিল, সেখান থেকে রাতারাতি উধাও হয়ে যায় ১৬টি ছবি। ওই ছবিগুলিতে ট্রাম্পও ছিলেন বলে দাবি করেন কেউ কেউ। বিতর্ক শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এপস্টাইন ফাইলে থাকা ট্রাম্পের একটি ছবি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি টেবিলের উপর এপস্টিনের নানা মুহূর্তের ছবি। টেবিলের দু’দিকে দু’টি ড্রয়ার খোলা। ডান দিকের ড্রয়ারে একটি অ্যালবামে দেখা যাচ্ছে ট্রাম্পের ছবি। ছবিতে ট্রাম্প ছাড়াও রয়েছেন এপস্টাইন, মেলানিয়া ট্রাম্প এবং এপস্টাইনের দীর্ঘদিনের সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েল।
আরও পড়ুন:
এপস্টাইন ফাইল থেকে যে ছবিগুলি এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়েছে, তার অনেকগুলিতে দেখা যাচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে। একটি ছবিতে দেখা যাচ্ছে সুইমিং পুলে সাঁতার কাটছেন তিনি। তাঁর দু’পাশে রয়েছেন দুই রহস্যময়ী। তবে তাঁদের মুখ দেখা যাচ্ছে না। ক্লিন্টনের ডান দিকে থাকা স্বল্পবসনা নারীর মুখ অন্য দিকে ঘোরানো। আর অপর জনের মুখ আয়তাকার কালো বাক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কেন এই ভাবে মুখ ঢেকে ছবি প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল।