Advertisement
২৪ মে ২০২৪

অভিষেককে নিয়ে ‘দ্বন্দ্বে’ কাকা-ভাইপো

এই দ্বন্দ্বেই আপাতত তোলপাড় কোচবিহার। যুব তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সর্বভারতীয় সভাপতি। তাই তিনি তাঁদেরই নেতা। মূল, অর্থাৎ জেলা তৃণমূলের দাবি, অভিষেক শুধু যুব সভাপতি নন, তিনি দলের কোচবিহার জেলার পর্যবেক্ষক। তাই তিনি তৃণমূলেরই নেতা। তাঁদের আরও যুক্তি, যুব তো আর মূল বাদ দিয়ে নয়! 

জোড়া: অভিষেকের সভার প্রচারে দুই নেতার আলাদা পোস্টার। নিজস্ব চিত্র

জোড়া: অভিষেকের সভার প্রচারে দুই নেতার আলাদা পোস্টার। নিজস্ব চিত্র

নমিতেশ ঘোষ
কোচবিহার শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০৪:০৮
Share: Save:

অভিষেক আপনি কার? যুব না মূলের?

এই দ্বন্দ্বেই আপাতত তোলপাড় কোচবিহার। যুব তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সর্বভারতীয় সভাপতি। তাই তিনি তাঁদেরই নেতা। মূল, অর্থাৎ জেলা তৃণমূলের দাবি, অভিষেক শুধু যুব সভাপতি নন, তিনি দলের কোচবিহার জেলার পর্যবেক্ষক। তাই তিনি তৃণমূলেরই নেতা। তাঁদের আরও যুক্তি, যুব তো আর মূল বাদ দিয়ে নয়!

এই দ্বন্দ্বের সঙ্গে জড়িয়ে গিয়েছে জেলার দুই প্রথম সারির নেতার নাম, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও সাংসদ পার্থপ্রতিম রায়। যাঁরা জেলার রাজনৈতিক মহলে কাকা, ভাইপো বলেই পরিচিত। দু’টি পোস্টারও প্রকাশ করেছেন দুই নেতার সমর্থকেরা। পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের ছবিটি এক। তারই সঙ্গে একটিতে কাটআউট করে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঘোষের ছবি, অন্যটিতে পার্থর।

যুক্তি অবশ্য শুধু সমর্থকেরাই দিচ্ছেন না, নেতাদের মুখেও একই কথা শোনা যাচ্ছে। রবীন্দ্রনাথ ঘোষ দলের জেলা সভাপতিও। তিনি বলেন, “অভিষেক আমাদের দলের নেতা। কোচবিহারের পর্যবেক্ষক। তাঁর সভার প্রচার শুরু হয়েছে। সে দিন রাসমেলার মাঠে তিল ধারণের জায়গা থাকবে না। কোনও দ্বন্দ্বের বিষয় নেই।” অনেকটা একই রকম বক্তব্য যুব তৃণমূলের সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিমেও। তিনি বলেন, “অভিষেক আমাদের নেতা। তাঁর সভা নিয়ে প্রচার চলছে। এখানে অন্য কোনও বিষয় নেই।”

দুই নেতা দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও সোশ্যাল নেটওয়ার্ক থেকে সভা-মিছিলে স্পষ্ট ভাবে ধরা পড়ছে দু’পক্ষের লড়াই। দলীয় সূত্রেই জানা গিয়েছে, অভিষেক কাদের নেতা, তা নিয়ে বিভিন্ন জায়গায় বচসা হয়েছে কর্মী-সমর্থকদের। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা তৃণমূলেরই এক নেতা বলেন, “অদ্ভুত এক পরিস্থিতি তৈরি হয়েছে। দলেরই নেতাকে নিয়ে দু’পক্ষ টানাটানি করছে। কেউই পিছিয়ে আসতে রাজি নয়।”

যুব এবং মূলের মধ্যে গোলমালের বাড়বাড়ন্ত সেই পঞ্চায়েত ভোটের আগে থেকে। তখন থেকে সংঘর্ষে রক্তপাত, ভোর থেকে সরকারি দফতরের সামনে ধর্না, নির্দল হিসেবে যুবদের মনোনয়ন জমা দেওয়া— সবই চলেছে। বহু চেষ্টা করেও দু’পক্ষকে সামলানো যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোচবিহারে এসে পুলিশকে সতর্ক করেছিলেন। তিনি চলে যেতেই ফের গোলমাল শুরু হয়।

স্থানীয় তৃণমূল নেতাদের কয়েক জনের দাবি, এখন দ্বন্দ্বটা মূলত কাকা রবীন্দ্রনাথ ও ভাইপো পার্থর মধ্যে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কাকাকে ডাকেননি ভাইপো। অথচ কাকা সেই কলেজের পরিচালন সমিতির সভাপতি। এই পোস্টার ও পাল্টা পোস্টার সেই লড়াইয়েরই আর এক মুখ। এ বার টানাটানি অভিষেককে নিয়ে। চিন্তিত সেই নেতা বলেন, ‘‘দেখা যাক, এ বার টানাটানিটা কত দূর গড়ায়!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Abhishek Banerjee Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE