বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ কালিয়াগঞ্জের উত্তর চিরাইপাড়ার বাসিন্দা জিতেশচন্দ্র চাকির বাড়িতে দুষ্কৃতী হামলার চব্বিশ ঘণ্টা পরেও অভিযুক্তেরা অধরা। এই পরিস্থিতিতে তাঁর স্ত্রী চন্দনাদেবী খুবই আতঙ্কে রয়েছেন বলে জানান। বুধবার রাতে জিতেশবাবু অজ্ঞাতপরিচয় এক দল পরীক্ষার্থীর বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, অভিযুক্তেরা সকলেই কালিয়াগঞ্জ কলেজের ছাত্র। অধ্যক্ষের বাড়িতে আবারও হামলা হতে পারে এই আশঙ্কায় বুধবার দুপুরের পর থেকেই জেলা পুলিশের তরফে তাঁর বাড়ির সামনে সর্ব ক্ষণের জন্য পুলিশি প্রহরা বসানো হয়েছে। কিন্তু তাতেও স্বস্তি পাচ্ছেন না চন্দনাদেবী। তিনি বলেন, ‘‘যে ভাবে দিনের আলোয় পরীক্ষার্থীরা মুখে রুমাল বেঁধে বাড়িতে ভাঙচুর চালিয়েছে, তাতে যে কোনও মুহূর্তে ফের আক্রমণের আশঙ্কা থেকে যায়।’’ জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, দুষ্কৃতীদের এখনও গ্রেফতার করা না হলেও তাদের চিহ্নিত করার কাজ হয়ে গিয়েছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।
বুধবার রাতে বুনিয়াদপুর কলেজে পার্ট টু-র পাশ কোর্সের পরীক্ষা চলাকালীন গণ টোকাটুকিতে বাধা দেওয়ায় কালিয়াগঞ্জ কলেজের এক দল পরীক্ষার্থী অধ্যক্ষ জিতেশবাবুর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।