ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই দেওয়াল দখলের লড়াই শুরু হয়ে গেল মাথাভাঙায়। বুধবার মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ এলাকায় প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন ও প্রতীক আঁকার কাজ শুরু করেছে বিজেপি। দেওয়ালে ফুটে উঠছে পদ্মফুল, কোথাও লেখা ‘সিট ফর বিজেপি’। সময় মতো প্রার্থীর নাম বসিয়ে দেওয়া হবে, এমনটাই বিজেপি সূত্রে জানা গিয়েছে। ধূপগুড়িতেও দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। অন্য দিকে, ময়দানে নেমে পড়েছে তৃণমূলের যুব সংগঠনও। বুধবার ধূপগুড়ি টাউন ব্লক যুব তৃণমূলের তরফে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার ব্যানার এবং দলীয় পতাকা লাগানো হয়।
নির্বাচনী প্রচারে বরাবরই রাজনৈতিক দলগুলির হাতিয়ার দেওয়াল লিখন। সমাজমাধ্যমের যুগেও দেওয়াল লিখনের বিকল্প কোনও প্রচার সে ভাবে দাগ কাটতে পারেনি। তাই প্রতি বছরই দেওয়াল দখল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে কার্যত প্রতিযোগিতা চলে। এমনকি, দেওয়াল দখল নিয়ে গোলমাল, সংর্ঘষের ঘটনাও শিনতে পাওয়া যায়। তাই ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই দেওয়াল লেখা শুরু হয়েছে মাথাভাঙায়।বিজেপির উত্তম শীল বলেন, ‘‘২০২৬ মানে পরিবর্তনের সাল। তাই নির্বাচন ঘোষণার আগেই প্রচার শুরু করলাম। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। একশো শতাংশ নিশ্চিত এ বার পরিবর্তন হচ্ছে।’’
কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি স্বপন বর্মণ বলেন, ‘‘দেওয়াল লেখা শুরু না হলেও নির্বাচনী প্রচার শুরু করেছি। সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি চলছে। দেওয়াল লিখন খুব শীঘ্রই শুরু হবে।’’
সিপিএমের জেলা কমিটির সদস্য সুধাংশু প্রামাণিক বলেন, ‘‘আমরা বুথ স্তরে খুলি বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শুরু করেছি। দেওয়াল লিখন আমাদেরও হবে।’’
অন্য দিকে, আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ধূপগুড়িতেও দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি।মঙ্গলবার প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে বিজেপির নেতা-কর্মীদের দেওয়াল লিখতে দেখা যায়। ময়দানে নেমে পড়েছে তৃণমূলের যুব সংগঠনও। বুধবার টাউন ব্লক যুব তৃণমূলের তরফে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার ব্যানার এবং দলীয় পতাকা লাগানো হয়। টাউন ব্লক যুব তৃণমূল সভাপতি শুভ দে সরকার বলেন, ‘‘বিজেপি বাংলা এবং বাঙালি বিদ্বেষী। যারা জন্মসূত্রে এই বাংলায় বসবাস করে তাদের আজ রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলার রাজবংশী থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষকে এসআইআর ক্যাম্পে ছুটতে হচ্ছে। বিজেপি যদি এ রাজ্যের ক্ষমতায় আসে তবে এই সমস্ত মানুষের ঠিকানা হবেডিটেনশন ক্যাম্প।’’
বিজেপির যুব মোর্চার ধূপগুড়ি টাউন মন্ডলের কো ইনচার্জ আভিক চৌধুরী বলেন, ‘‘এর আগেও নানা বিষয় নিয়ে তৃণমূল মানুষকে ভুল বুঝিয়েছিল। এ বারও এসআইআরকে সামনে রেখে মানুষকে ভুলবোঝানো হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)