Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ulen Roy

উলেন রায়ের মৃত্যুতে এডিজি সিআইডিকে দিয়ে তদন্তের নির্দেশ

সিবিআই তদন্ত চেয়ে গত ১৮ জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেছিলেন তাঁর স্ত্রী মালতি রায়।

নিহত বিজেপি কর্মী উলেন রায়।

নিহত বিজেপি কর্মী উলেন রায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২৩:৫২
Share: Save:

উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর তদন্তভার দেওয়া হল এডিজি সিআইডিকে। বৃহস্পতিবার ই নির্দশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি। আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যরর সিঙ্গেল বেঞ্চ ওই রায় ঘোষণা করে। এর পাশাপাশি ২২ ফেব্রুয়ারির মধ্যে তদন্তের অগ্রগতি আদালতে পেশের নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ওই বিজেপি কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে গত ১৮ জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেছিলেন তাঁর স্ত্রী মালতি রায়। বুধবার দীর্ঘ ক্ষণ সেই মামলার শুনানি হয়। এর পর এ দিন ঘোষণা হয় রায়।

মামলাকারীর পক্ষে আইনজীবী অভ্রজ্যোতি দাস বলন, ‘‘বিচারপতি জানিয়েছেন এই মামলার আরও তদন্ত দরকার আছে। যদিও মামলাটি সুপ্রিম কোর্টে পাঠানো হয়নি। প্রথমত উনি বলেছেন ৪ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং তা ৫ মার্চের আগে করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Ulen Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE