মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফের উদ্ধার হল নয়া দু’হাজারের জাল নোট। আবারও সেই ইংরেজবাজারেই। সোমবার সকালে মালদহের স্টেশন রোড এলাকার কার্নি মোড় থেকে উন্নত মানের ৩ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোট সমেত দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও জাতীয় তদন্তকারী সংস্থার কর্তারা।
জেলাতে এই নিয়ে মোট ন’বার জাল নোট উদ্ধার হলেও এ বারই তার অঙ্ক সব থেকে বেশি বলে দাবি এনআইএ কর্তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ফাকিরুল শেখ ও হাবিবর রহমান। তাদের দু’জনেরই বাড়ি কালিয়াচক থানার শুকনগর গ্রামে।
এ দিকে, জেলা জুড়ে লাগাতার নতুন টাকার জাল নোট উদ্ধার হতে শুরু করায় ব্যবসায়ীদের নগদে লেনদেনের পরিবর্তে ই-লেনদেন করার পরামর্শ দিচ্ছেন বিভিন্ন ব্যাঙ্কের কর্তারা। এসবিআই ব্যাঙ্কের চিফ ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, ‘‘নতুন দু’হাজারের জালনোট উদ্ধারের বিষয়টি খুবই উদ্বেগের। ব্যবসায়ীদের উচিত নগদের বদলে ই-লেনদেন করা। তাহলে জাল নোটের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না।’’
এ দিন এনআইএ এবং পুলিশের যৌথ অভিযানে ধরা পড়া ফাকিরুল ও হাবিবরের কাছ থেকে ৩ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোট ছাড়াও দু’টি মোবাইল ফোন এবং চারটি সিম কার্ড উদ্ধার হয়েছে। আজ, মঙ্গলবার ধৃতদের মালদহ জেলা আদালতে পাশ করে তাদের হেফাজতে চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।