এক মহিলা ও তাঁর দুই মেয়েকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের গোপালপ্রসাদ গ্রামে। তুকতাক করার অপবাদ দিয়ে ওই মহিলার উপর অভিযুক্তরা চড়াও হয় বলে অভিযোগ। আহত ওই মহিলা এবং তাঁর দুই মেয়েকে রাতেই মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই মহিলাকে মঙ্গলবার ভোরে কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ জানায়, মহিলার পরিবারের তরফে মোথাবাড়ি থানায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা আরও জানায় যে তার ভিত্তিতে ভোলা ঘোষ নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে।
কালিয়াচক ২ ব্লকের গোপালপ্রসাদ গ্রামে শচীন ও অর্চনা মণ্ডল থাকেন। তাঁদের তিন মেয়ে বিউটি, সিউটি ও সন্ধ্যা। শচীন প্রতিবন্ধী। স্থানীয় সূত্রে খবর, স্ত্রী অর্চনা বিড়ি বাধার পাশাপাশি এখন এলাকাতেই আমবাগানে যোগানদারের কাজ করে কোনওরকমে সংসার চালান। এই পরিবারটি গত এক বছর আগে এই গ্রামে জায়গা কিনে বসবাস শুরু করে বলে খবর।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, এই পরিবার বসবাস শুরু করার পর থেকেই প্রতিবেশীদের অনেকে করোনায় আক্রান্ত হন। অর্চনার ‘তুকতাকে’ই এ সব হচ্ছে বলে একাংশ প্রতিবেশী অপবাদ ছড়াতে শুরু করে বলে অভিযোগ। সোমবার রাতে আমবাগানে কাজ করে দুই মেয়ে সিউটি ও সন্ধ্যাকে নিয়ে বাড়ি ফিরছিলেন অর্চনা। অভিযোগ, বাড়ি ফেরার পথেই একটি আমবাগানের মধ্যে কয়েকজন প্রতিবেশী হাঁসুয়া নিয়ে অর্চনাকে কোপাতে থাকেন। মাকে বাঁচাতে গিয়ে দুই মেয়েও আক্রান্ত হয়। জখম সিউটি কোনওরকমে পালিয়ে গ্রামে খবর দিলে গ্রামবাসীদের একাংশ তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যালে নিয়ে যায়।
অর্চনার ভাই সূর্য মণ্ডলের অভিযোগ, ‘‘দিদিকে ওই গ্রামের কিছু প্রতিবেশী তুকতাক করার অপবাদ দিয়ে অপদস্থ করার চেষ্টা করছিল। সোমবার তাঁরাই হাঁসুয়া দিয়ে কুপিয়ে দিদি ও দুই ভাগনিকে খুনের চেষ্টা করে।’’ স্থানীয় পঞ্চায়েত সদস্য মিনা মণ্ডল বলেন, ‘‘শুনলাম তুকতাক করার অপবাদ দিয়ে এক মহিলা ও তাঁর দুই মেয়ের উপর হামলা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’
মোথাবাড়ি থানার ওসি মৃণাল চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রতিবেশীদের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এক মহিলাকে তুকতাক করার অপবাদ দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ওই মহিলা ও তাঁর দুই মেয়ের উপর হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজ চলছে।"