Advertisement
০৬ মে ২০২৪

সিপিএম নেতাকে খুনের নালিশ

ভাইপোকে খুনের মামলায় অন্যতম সাক্ষী এক সিপিএম নেতাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল পড়শিদের বিরুদ্ধে।মালদহের ইংরেজবাজার থানার নরহাট্টা পঞ্চায়েতের বাবুপুর গ্রামে মঙ্গলবার সকালে ওই সিপিএম নেতার মৃতদেহ উদ্ধার হয়।

খুন: দেহ পড়ে রয়েছে বাগানে। নিজস্ব চিত্র।

খুন: দেহ পড়ে রয়েছে বাগানে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০১:৪৫
Share: Save:

ভাইপোকে খুনের মামলায় অন্যতম সাক্ষী এক সিপিএম নেতাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল পড়শিদের বিরুদ্ধে।

মালদহের ইংরেজবাজার থানার নরহাট্টা পঞ্চায়েতের বাবুপুর গ্রামে মঙ্গলবার সকালে ওই সিপিএম নেতার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। মৃত আনিসুর রহমান (৫৮) ওই গ্রামেরই বাসিন্দা। পড়শি জুলু শেখ-সহ তিন জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে রাকাউল শেখ। আইনাল শেখ বলে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ইংরেজবাজারে সিপিএমের সক্রিয় সদস্য আনিসুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন। পাশাপাশি তিনি কৃষিকাজ ও মাছ চাষ করতেন। সোমবার রাত আটটা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। তারপরে আর বাড়ি ফেরেননি। এ দিন সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে আম বাগানের মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে দু’টি মদের বোতল ও কিছু খাবার পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহের গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের প্রাথমিক অনুমান আনিসুরকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

পুলিশ কুকুর নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। বছর ছয়েক আগে আনিসুরের ভাইপো আলি হুসেন খুন হন। সে সময় জুলু শেখের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর। সেই খুনের মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ঘটনায় অন্যতম সাক্ষী ছিলেন আনিসুর রহমান। রাকাউল বলেন, ‘‘মামলা তুলে নেওয়ার জন্য আমাদের চাপ দেওয়া হত। তা বলে বাবাকে খুন করবে ভাবতে পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPIM Leader Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE