Advertisement
E-Paper

সমতলের গাড়িচালকদের হেনস্থার অভিযোগ দার্জিলিঙে, সমস্যায় পর্যটকেরাও

অভিযোগ, সারা রাজ্যে গাড়ি চালানোর বৈধ পারমিট থাকা সত্ত্বেও সমতলের গাড়িচালকেরা পাহাড়ে পর্যটক নিয়ে গেলে তাঁদের ঘুরতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলেই গাড়িচালকদের হেনস্থা করা হচ্ছে। গাড়ি রাখার জন্য পার্কিংয়ের জায়গাও দেওয়া হচ্ছে না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৯:১০

—প্রতীকী চিত্র।

শৈলরানি দার্জিলিঙে পর্যটকেদের নিয়ে গেলে হেনস্থার শিকার হতে হচ্ছে সমতলের গাড়িচালকদের। এমনই অভিযোগ প্রকাশ্যে এসেছে। বেশ কিছু ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে পর্যটকদেরও। শিলিগুড়ি, তরাই-ডুয়ার্সের গাড়িচালকদের নয়টি সংগঠনের যৌথ মঞ্চ ‘জাতীয়তাবাদী ট্যাক্সি ড্রাইভার্স এসোসিয়েশন’ এমনই অভিযোগ তুলল। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে সমতলের চালক সংগঠন ক্ষোভ উগরে দিল পাহাড়ের একাধিক গাড়িচালক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে।

অভিযোগ, সারা রাজ্যে গাড়ি চালানোর বৈধ পারমিট থাকা সত্ত্বেও সমতলের গাড়িচালকেরা পাহাড়ে পর্যটক নিয়ে গেলে তাঁদের ঘুরতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলেই গাড়িচালকদের হেনস্থা করা হচ্ছে। গাড়ি রাখার জন্য পার্কিংয়ের জায়গাও দেওয়া হচ্ছে না। এ ছাড়াও রয়েছে মারধর করার অভিযোগ। দাবি, পুলিশ-প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। অভিযোগ জানানোর পরে পাহাড়ের গাড়িচালকদের একাংশ হেনস্থা আরও বাড়িয়েছেন।

অনেক ক্ষেত্রে যাত্রীদের হোটেলে নামিয়ে দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। টাইগার হিল, চিড়িয়াখানা-সহ অন্যান্য দর্শনীয় স্থানে গাড়ি চালাতে না দেওয়ার অভিযোগও রয়েছে। ক্ষুব্ধ যৌথ মঞ্চের দাবি, ‘‘পুলিশকে দিয়ে চালকদের নামে কেস দেওয়ানো হচ্ছে।’’ আরও অভিযোগ, যাত্রীদের জোর করা হচ্ছে পাহাড়ের গাড়িচালকদের গাড়িই ভাড়া করতে। সংগঠনের দাবি, এর ফলে যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। সংগঠনের হুঁশিয়ারি, প্রশাসন পদক্ষেপ না করলে বন্‌ধ ডাকা হবে।

এনজেপি ট্যাক্সি ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য উদয় সাহা বলেন, ‘‘পাহাড়ে সমতলের গাড়িচালকদের কয়েক দিন ধরে হেনস্থা ও মারধর করা হচ্ছে। পুলিশ কোনও সাহায্য করছে না। আমরা চাই সবাই মিলেমিশে গাড়ি চালাক।’’ জাতীয়তাবাদী ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক মেহবুব আলম বলেন, ‘‘সিকিমে সমতলের গাড়ি চালাতে দেওয়া হয় না। এখন দার্জিলিঙেও দেওয়া হচ্ছে না৷ এর পর তরাই-ডুয়ার্সে একই ঘটনা ঘটবে। পারমিট থাকা সত্ত্বেও এবং ট্যাক্স দেওয়ার পরেও হেনস্থার শিকার হতে হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘সমস্যার সমাধান না হলে আমরা বড় আন্দোলন করব।’’

ওড়িশা থেকে আগত পর্যটক বিপ্লব মহাপাত্র বলেন, ‘‘টাইগার হিল ঘুরতে যাওয়ার সময়ে আটকে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, শিলিগুড়ির গাড়ি চলতে দেওয়া হবে না। সবচেয়ে খারাপ বিষয়, সামনে থেকে পুলিশ সব দেখলেও কোনও সাহায্য করেনি।’’

এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, ‘‘আমার বিষয়টি জানা নেই। আমাকে কোনও ট্যুর অপারেটর বা গাড়িচালক জানায়নি৷ বিষয়টি জেনে পদক্ষেপ করব।’’

Tourists Car Service
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy