এলাকার ত্রাস হয়ে দাপিয়ে বেড়িয়ে অবশেষে বন্দি হল চিতাবাঘ।
ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান ঘেঁষা চা বাগান বড়দিঘিতে মঙ্গলবার ওই চিতাবাঘটি বন দফতরের পাতা ফাঁদে বন্দি হয়। বন দফতর জানিয়েছে, ওই পুরুষ চিতাবাঘটির বয়স আনুমানিক তিন বছর।
বড়দিঘি চা বাগানের বড়া লাইনে কিছুদিন ধরেই বন দফতরের তরফে ফাঁদ পাতা হয়েছিল। কিন্তু পাতা ফাঁদে না এসে শ্রমিক মহল্লাতে হানা দিয়ে যাচ্ছিল চিতাবাঘ। হাঁস, মুরগি, ছাগল এমনকী, বাছুরও তুলে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। বাগানের ধার ঘেঁসেই গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া জলপাইগুড়ি বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জের জঙ্গল। সেই জঙ্গল থেকেই চিতাবাঘটি চা বাগানে ঢুকে পড়েছিল। মূলত সহজ খাবারের লোভেই জঙ্গলের বদলে চা বাগানেই চিতাবাঘটিকে বেশি দেখা যাচ্ছিল বলেই মনে করছেন শ্রমিকেরা।