ডুয়ার্সের ডামডিম চা বাগানের নালায় আটকে থাকা হস্তিশাবক উদ্ধার করলেন বনকর্মীরা। শনিবার ভোররাতে চা বাগানের ম্যানেজারের বাংলোর পিছনে এক নালায় পড়ে যায় হাতির শাবকটি। তা দেখে নিরাপত্তারক্ষীরা খবর দেয় মালবাজার বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা। আর্থ রিমুভার মেশিনের সাহায্যে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় হস্তিশাবকটিকে। শনিবার সকালে শাবকটি জঙ্গলে ফিরে গিয়েছে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।
বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, হাতিটির বয়স আনুমানিক ২-৩ বছর। সেটি পুরুষ শাবক।