দার্জিলিং বেড়াতে এসে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন বাংলাদেশি এক পর্যটক। মৃত পর্যটকের নাম শেখ আজিজুল। বয়স ৬৫ বছর। তদন্ত শুরু করেছে কার্শিয়াং থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঢাকার বাসিন্দা আজিজুল মঙ্গলবার শিলিগুড়ি থেকে দার্জিলিঙের উদ্দেশে যাচ্ছিলেন। দার্জিলিং থেকে ৩৮ কিলোমিটার আগে রোহিনীর কাছে আসতেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কার্শিয়াং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা তদন্ত শুরু করেছে পুলিশ।