Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bengal

শিয়রে ভোট, উত্তরবঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

পশ্চিমবঙ্গে আসন্ন বিধান‌সভা নির্বাচনে‌র আগে বৃহস্পতিবার জলপাইগুড়িতে আসেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।

জলপাইগুড়িতে আরিজ আফতাব। নিজস্ব চিত্র।

জলপাইগুড়িতে আরিজ আফতাব। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:৪৮
Share: Save:

ভোট যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। সমান্তরাল ভাবে প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনেও। বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৫ জেলার আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আগামী ১৫ জানুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গে আসন্ন বিধান‌সভা নির্বাচনে‌র আগে বৃহস্পতিবার জলপাইগুড়িতে আসেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি‌র জেলাশাসকের দফতরে সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ পর্যালোচনা বৈঠক করেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার জেলাশাসক-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও নির্বাচনী আধিকারিকেরা। চার ঘণ্টা ধরে চলে ওই বৈঠক।

বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, ‘‘এখন ভোটার তালিকার গ্রীষ্মকালীন সংশোধনের কাজ চলছে। আমরা আজ উত্তরবঙ্গের ৫ জেলার জেলাশাসকদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং সচিত্র ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বৈঠক করলাম।’’ আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলেও জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal CEO North Bengal Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE