Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Udayan Guha

বিতর্কিত কথা বলা যাবে না, এমন কিছু বলেনইনি অভিষেক! দাবি উদয়নের

সোমবার অভিষেকের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূলের বিভিন্ন জেলার সভাপতি, বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতি ও শাখা সংগঠনের নেতা। তাঁদের অশান্তি থেকে দূরে থাকার কথা বলা হয়েছে।

Udayan Guha and Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মন্তব্য করা নিয়ে কোনও রকম নির্দেশ আসেনি বলে জানিয়েছেন উদয়ন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ২১:২৫
Share: Save:

বিতর্কিত কথা বলা যাবে না, এমন কিছু বারণ তাঁকে করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন উদয়ন গুহ। তাঁর আরও দাবি, পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছা নিয়েও কোনও কড়া বিধিনিষেধ দলের তরফে আসেনি।

রাজনৈতিক সভা হোক কিংবা সাংবাদিক বৈঠক, তিনি মুখ খুললেই বিতর্ক তৈরি হয়। তিনি উদয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক। কখনও নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে বাম আমলকে কটাক্ষ করে নিজের প্রয়াত বাবা কমল গুহকে কাঠগড়ায় তোলেন। কখনও কেন্দ্রীয় মন্ত্রী তথা এলাকার সাংসদ নিশীথ প্রামাণিককে ঘেরাওয়ের নিদান দেন। বলেন, তাঁর এলাকায় বিজেপি সভা করলে ধরে নিতে হবে তৃণমূল ব্লক সভাপতি দুর্বল। তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তৃণমূল সূত্রে খবর, এ হেন উদয়ন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে তিরস্কৃত হন সোমবার। তিনি এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে ভার্চুয়াল বৈঠকে সতর্ক করেছেন অভিষেক। তাঁদের বলা হয়, সামনে পঞ্চায়েত ভোট। সবাই মিলে এক সঙ্গে সংগঠনের কাজ করতে হবে। আর এমন কোনও মন্তব্য করা যাবে না, যা থেকে বিতর্ক তৈরি হতে পারে এবং যেখান থেকে দল সমস্যার মুখোমুখি হতে পারে। যদিও উদয়নের দাবি, ভার্চুয়াল বৈঠকে এমন কিছুই হয়নি। ‘বিতর্কিত মন্তব্য’ করা যাবে না, তাঁর কাছে এমন কোনও নির্দেশই আসেনি অভিষেক কিংবা দলের কোনও শীর্ষ নেতার তরফে। উদয়নের কথায়, ‘‘বিতর্কিত মন্তব্য করা যাবে না, এই রকম কথা তিনি (অভিষেক) বলেননি। যাঁরা এই ধরনের কথা বলছেন, তাঁরা গালগপ্প করছেন।’’ তিনি জোর দিয়ে আবারও বলেন, ‘‘বিতর্কিত কথা বলা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না— এরকম কথা বলার কোনও প্রশ্নই আসেনি। আর তিনি (অভিষেক)এই ধরনের কথা বলেননি।’’

সোমবার অভিষেকের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূলের বিভিন্ন জেলার সভাপতি, বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতি ও শাখা সংগঠনের নেতা। তাঁদের প্রত্যেককেই বার বার মনে করিয়ে দেওয়া হয়েছে অশান্তি থেকে দূরে থাকার কথা এবং মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার কথা। ২০২৩ সালের শুরুতেই দলীয় সদস্যদের এই যোগাযোগ রক্ষা করার কথা বলেছিলেন তৃণমূল নেতৃত্ব। সেখানেই উদয়ন এবং রবীন্দ্রনাথকে সাবধান করা হয় বলে খবর।

উদয়ন যেমন এমন নির্দেশের কথা পুরোপুরি অস্বীকার করেছেন, রবীন্দ্রনাথ তেমনটা করেননি। তিনি বলেন, ‘‘আমি কোনও বিতর্কিত মন্তব্য করি না। আমি দলের নিষ্ঠাবান কর্মী। দল যা সিদ্ধান্ত নেয় তা অক্ষরে অক্ষরে পালন করি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে দল যা সিদ্ধান্ত নেবে তা একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে অক্ষরে অক্ষরে পালন করব।’’

আর এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। তাই এ নিয়ে কোন মন্তব্য করব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Udayan Guha TMC Abhishek Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE