Advertisement
২৫ এপ্রিল ২০২৪
মেমারিতে সিপিএম

আসনের চেয়েও বেশি প্রার্থী

বিভিন্ন ব্লকে বিরোধীদের বাধা দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। কাটোয়া মহকুমার বিস্তীর্ণ তল্লাটে বিরোধী দলগুলি কোনও মনোনয়নই জমা দিতে পারেনি।

সৌমেন দত্ত
মেমারি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১১:১২
Share: Save:

যত আসন, তার চেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল। সে তারা অনেক জায়গাতেই দিয়েছে। কিন্তু, বিরোধীরাও?

মেমারি ১ ব্লকে ঠিক সেই কাণ্ডটাই ঘটেছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যত সংখ্যক আসন রয়েছে এই ব্লকে, সিপিএম তার চেয়ে বেশি সংখ্যক মনোনয়ন জমা দিয়েছে।

মনোনয়ন জমা নিয়ে প্রথম পর্বে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে ধুন্ধুমার কাণ্ড ঘটছে। কোনও কোনও ব্লক দফতরে বিরোধীরা পা পর্যন্ত রাখতে পারেনি বলে অভিযোগ। সোমবার হাইকোর্টের নির্দেশে অতিরিক্ত মনোনয়ন পর্বেও অশান্তি হয়েছে জেলায়। বিভিন্ন ব্লকে বিরোধীদের বাধা দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। কাটোয়া মহকুমার বিস্তীর্ণ তল্লাটে বিরোধী দলগুলি কোনও মনোনয়নই জমা দিতে পারেনি।

এমনই পরিস্থিতিতে মেমারি ১ ব্লকে উল্টো ছবি। এখানে বিরোধীরা মনোয়নের দুই পর্বেই শাসকদলের বিরুদ্ধে বাধা দেওয়ার বা ব্লক অফিসের সামনে জমায়েত করে রাখার অভিযোগ তুলতে পারেনি। ফলে নির্বিঘ্নে মনোনয়ন হয়েছে। শুধু তাই নয়, গোটা পূর্ব বর্ধমানে পঞ্চায়েতের তিন স্তরের মনোনয়ন জমার ক্ষেত্রে বিজেপি যেখানে ঢের এগিয়ে সিপিএমের চেয়ে, সেখানে মেমারি ১-এ সিপিএম টেক্কা দিয়েছে নরেন্দ্র মোদীর দলকে। এমনকি, গ্রাম পঞ্চায়েতে মনোনয়নের নিরিখে তৃণমূলের চেয়ে পিছিয়ে থাকলেও টক্করের জায়গায় রয়েছে সিপিএম। সোমবারের মনোনয়ন পর্বের পরে মেমারি ১ ব্লক দফতর সূত্রে জানা যাচ্ছে, ১৭১টি গ্রাম পঞ্চায়েতের আসে তৃণমূল মনোনয়ন জমা দিয়েছে ৩২৫টিতে। সিপিএম দিয়েছে ১৮৯ আসনে। বিজেপি-র হয়ে মনোনয়নের সংখ্যা ১৩৪। পঞ্চায়েত সমিতির ৩০টি আসনে সিপিএম ৪১টি মনোনয়ন দিয়েছে। তৃণমূলের মনোনয়ন ৫৭। বিজেপি-র ২৭।

সিপিএমের জেলা কমিটির সদস্য সনৎ সিংহের দাবি, “গ্রামে গ্রামে আমাদের প্রার্থীদের হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে। শাসকদলের চাপের মুখে পড়ে কেউ কেউ প্রার্থিপদ তুলে নিতেও পারেন। সে কথা মাথায় রেখেই অতিরিক্ত মনোনয়ন জমা দেওয়া হয়েছে।” যদিও হুমকি দেওয়ার অভিযোগ মানতে চাননি তৃণমূলের যুব নেতা তথা মেমারি ১ পঞ্চায়েত সমিতির প্রার্থী নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “এখানে কোনও অশান্তি হয়নি। নির্বিঘ্নে বিরোধীরা মনোনয়ন দিয়েছেন। এর থেকেই বোঝা যাচ্ছে, সিপিএম-বিজেপি সন্ত্রাসের যে অভিযোগ তুলেছে, তা কতটা মিথ্যা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Elections 2018 Panchayat Poll
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE