শেষ পর্বের ভোট প্রচারে রাজনৈতিক দলগুলি এ সব কর্মসূচিকেই হাতিয়ার করছে মালদহে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার দিনভর এ ভাবেই জমজমাট প্রচার চালিয়েছে যুযুধান কংগ্রেস, তৃণমূল, সিপিএম থেকে শুরু করে বিজেপিও। আজ শনিবারও, প্রচার পর্বের শেষ সময়সীমা পর্যন্ত ঠিক এ ভাবেই প্রচার চালিয়ে যেতে চাইছে তারা। শুধু তাই নয়, নির্দল প্রার্থীরাও এ দিন মিছিল বা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন।
পঞ্চায়েত ভোটের শেষ প্রচারে এ বার চলচ্চিত্র জগতের নায়ক-নায়িকাদের দিয়ে রোড-শো করানোকেই মূল হাতিয়ার করেছে তৃণমূল। তাই, এ দিন রতুয়া থেকে উত্তর মালদহের বিভিন্ন এলাকায় রোড-শো করেন অঙ্কুশ ও নুসরত জুটি। তাঁরা হুড খোলা জিপে করে দিনভর প্রচার চালান। এ দিন হবিবপুর, বামনগোলা ও গাজোলে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সভা করেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর। দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘আমরা শুরু থেকেই মালদহে প্রচারে এগিয়ে। শেষবেলাতেও বাজিমাত করব।’’
মালদহে এ বার কংগ্রেসের ভোট প্রচারের প্রধান মুখ দলেরই জেলা সভানেত্রী তথা সাংসদ মৌসম নুর। মৌসম বলেন, ‘‘আমরা শেষ প্রচারে কিছু রোড-শো ও ছোট ছোট সভা করছি। বাড়ি বাড়ি প্রচারও হবে।’’ সিপিএম এদিন দলের রাজ্য কমিটির সদস্য তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বিকেলে কালিয়াচক ৩ ব্লকের গোলাপগঞ্জে জনসভা করেন ও সন্ধ্যেয় অমৃতিতে রোড-শোতে অংশ নেন। বাড়ি বাড়িও যাচ্ছেন তাঁরা।
উত্তর দিনাজপুরে এ দিন শতাব্দী রায়ের সঙ্গে কোথাও হাত মেলানোর জন্য বাসিন্দাদের হুড়োহুড়ি। আবার কোথাও তাঁকে সামনে থেকে দেখার জন্য বা তাঁকে লক্ষ্য করে ফুল ছোড়ার চেষ্টার জেরে রাস্তাই অবরুদ্ধ হয়ে গেল। বাসিন্দাদের অনুরোধে কয়েকটি এলাকায় শতাব্দী হাতে মাইক্রোফোন নিয়ে পথসভার কায়দায় বক্তৃতা দেন। শতাব্দী তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষের বাড়িতেও যান।
বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু ইটাহার ও হেমতাবাদে একাধিক জনসভায় বক্তব্যও রেখেছিলেন। কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্তর দাবি, তৃণমূল বাইরে থেকে যতই নেতানেত্রী ও চিত্রতারকাদের নিয়ে এসে প্রচারে নামাক, জেলার সাধারণ মানুষ অনুন্নয়ন ও সন্ত্রাসের প্রতিবাদে কংগ্রেস ও জোট প্রার্থীদের সমর্থন করবে!
বিজেপির জেলা সভাপতি নির্মল দাম ও সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল এদিন রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহার, করণদিঘি ও কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় প্রার্থীদের নিয়ে কোথাও মিছিল আবার কোথাও পথসভা বা বাড়ি বাড়ি প্রচার চালিয়েছেন।
বিরোধীদের দাবি, শাসকদল ভোটের মুখে বাইরে থেকে নেতা, মন্ত্রী ও চিত্রতারকা এনে বাসিন্দাদের প্রভাবিত করতে চাইছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধীরা রামধনু জোট গড়ে তোলায় মানুষ তাদের প্রত্যাখান করেছেন।
এ দিন মালদহে অঙ্কুশ-নুসরতরা যান রতুয়া, বাহারালে গিয়ে ফিরে আসেন ভাদোতে। তারপরে সামসী হয়ে চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর। এ দিন রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েনি। তবে কিছু কিছু এলাকায় জটলা ছিল। তাই দ্রুত রোড শো করা হয়েছে।
রোড-শোতে প্রচুর মোটর বাইকে ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না বলে অভিযোগ।