ধুলো ঝেড়ে সাফসুতরো করে কেউ সঙ্গে নিয়ে ঘুরছেন। কেউ আবার ব্যাটারি বদলেছেন। পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে কোচবিহারে যুযুধান শিবিরের কাছেই এ বার কদর বেড়েছে হ্যান্ডমাইকের। তারাই এ বার যেন ‘হিরো’।
অন্যবার সাধারণত মনোনয়ন পর্ব মিটতেই প্রকাশ্যে সভার হিড়িক শুরু হয়ে যেত। এ বার ভোটের দিন নিয়ে টানাপড়েন চলায় বড় সভার দিকে ঝোঁক ছিল না কোনও শিবিরের। বড় মাইক, চোঙা ভাড়া হচ্ছে না। ঘরোয়া সভা, আলোচনা, বৈঠকে তাই হ্যান্ডমাইকই চাই।
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ইতিমধ্যে কয়েকশো ঘরোয়া সভা, কর্মী-বৈঠক করেছেন। বক্তব্য রাখছেন হ্যান্ডমাইকে। রবীন্দ্রনাথবাবু বলেন, “কয়েক বছর আগে হ্যান্ডমাইকটি কিনেছিলাম। নতুন ব্যাটারি লাগিয়ে নিয়েছি। ভিড়ের মধ্যেও স্পষ্ট শোনা যায়।” তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী শুচিস্মিতা দেবশর্মারও নিজস্ব হ্যান্ডমাইক রয়েছে। তিনি বলেন, “গত পঞ্চায়েত ভোটে কিনেছিলাম। এ বারও কাজে লাগছে।”