রাজ্যে পালা বদলের পর শিবির পরিবর্তন করে দু’বছরের জন্য চলে গিয়েছিলেন তৃণমূলে। তার পরে ফের দলে যোগ দেওয়াই শুধু নয়, ‘কঠিন’ সময়ে নিজের কাধে তুলে নিয়েছিলেন দলের যাবতীয় দায়িত্ব। আর তার ‘পুরস্কার’ হিসাবেই ভূষণ মোদককে বিজেপির শীর্ষ নেতৃত্ব দলের আলিপুরদুয়ার জেলার সভাপতির দায়িত্ব দিলেন বলে মনে করছেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের একাংশ। যদিও বিজেপির অন্দরে ভূষণ-বিরোধী নেতা হিসাবে কয়েক জনের বক্তব্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের জেলা সভাপতি হওয়ার উপযুক্ত আলিপুরদুয়ারের নেতারা কেউ ওই পদ পেতে আগ্রহী নন। বাধ্য হয়েই তাই ভূষণের উপরে আস্থা রাখতে হল রাজ্য শীর্ষ নেতৃত্বকে।
শনিবারই রাজ্যের বিভিন্ন জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। আলিপুরদুয়ার জেলায় যে দায়িত্ব পেয়েছেন ভূষণ। মাস কয়েক আগে বিজেপির তৎকালীন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার পর থেকে দলের জেলা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ভূষণ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১৯৮৯ সালে, নিজের তরুণ বয়সে বিজেপিতে যোগ দিয়েই ফালাকাটায় দলের যুব মোর্চার ব্লক সহ সভাপতি হয়েছিলেন ভূষণ। তার পর থেকে নানা সময়ে জেলায় দলের নানা দায়িত্ব সামলে আসছিলেন তিনি। সংঘের নেতাদের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। ১৯৯৫ সালে বহরমপুরে সঙ্ঘের বিশেষ বর্গের প্রশিক্ষণও নেন। কিন্তু ২০১২ সালে তৃণমূলে যোগ দেন ভূষণ। দু’বছর পর ফের বিজেপিতে ফিরে আসেন। ভূষণের কথায়, “ওটা ভুল ছিল।”
গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে দলের আহ্বায়কের দায়িত্ব পান ভূষণ। যে নির্বাচনে প্রায় আড়াই লক্ষ ভোটে জয় পায় বিজেপি। শেষ বিধানসভা নির্বাচনেও জেলার পাঁচটি আসনে জয় পায় বিজেপি। কিন্তু নির্বাচনের পর দল ছেড়ে দেন গঙ্গাপ্রসাদ। দলের ‘কঠিন’ সময়ে বিজেপির জেলা আহ্বায়কের দায়িত্ব নেন ভূষণ। আর এ দিন বিজেপির জেলা সভাপতি হলেন তিনি।
যদিও বিজেপির অন্দরে ভূষণ-বিরোধী গোষ্ঠীর নেতাদের একাংশের কথায়, বর্তমান রাজনৈতিক ডামাডোলে দলের যোগ্য নেতাদের কেউই জেলা সভাপতির দায়িত্ব নিতে রাজি নন। ফালাকাটার বিধায়ক দীপক বর্মণও অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক হয়ে গিয়েছেন। সে জন্যই ভূষণকে এই দায়িত্ব দেওয়া হল। দীপক অবশ্য বলেন, “যোগ্য ও বিশ্বাসী সৈনিক হিসাবেই ভূষণ মোদককে নতুন জেলা সভাপতি করেছে দল।” আর ভূষণ বলেন, “দলের ভরসা রাখার চেষ্টা করব। আগামিদিনে অনেক লক্ষ্যই রয়েছে। তবে আপাতত লক্ষ্য জেলার দুটি পুর নির্বাচনে জয় পাওয়া।” ভূষণকে অভিনন্দন জানিয়েছেন গঙ্গাপ্রসাদও।