কলকাতা থেকে ফিরে মোর্চা নেতা বিমল গুরুং পাহাড়ে ওঠার আগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একটা জনসভা করবেন বলে ঘোষণা করা হল। সেখানে পাহাড় ছাড়াও তরাই এবং ডুয়ার্সের গোর্খা প্রধান এলাকা থেকে দলে দলে মানুষ যোগ দেবে বলে গুরুংপন্থী মোর্চার তরফে দাবি করা হয়েছে। বুধবার গুরুংপন্থী মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশাল ছেত্রী জনসভার ঘোষণা করেছেন। তবে কবে গুরুং শিলিগুড়ি আসবেন আর কবে পাহাড়ে যাবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।
বিশালের দাবি, ‘‘কিছু দিনের মধ্যে সভাপতি নিজের এলাকায় চলে আসবেন। শিলিগুড়িতে সভার প্রস্তুতি চলছে। রোজ পাহাড়, তরাই এবং ডুয়ার্সে বৈঠক চলছে।’’ এর পরেই তাঁর কটাক্ষ, ‘‘বিনয় তামাং সুবজ পতাকা দেখালেই বিমল গুরুং পাহাড়ে যাবেন— এ সব বলা হচ্ছে। আসলে তো গুরুং পাহাড়ে আসছেন বুঝেই বিনয় ভয়ে অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন।’’ বিশালের সঙ্গেই ছিলেন শিলিগুড়ি মহকুমার বিমলপন্থীদের সংগঠনের কার্যকরী সভাপতি পিকে ঘিসিং। তিনি জানান, সভার জন্য পুলিশ-প্রশাসনের অনুমতি নেওয়া হবে।
এ দিন দুপুরে এই ঘোষণার পরেই নতুন করে জল্পনা শুরু হয়, পাহাড়ে কি শেষ পর্যন্ত উঠতে পারবেন গুরুং? নাকি তাঁকে তরাই, ডুয়ার্সের কোথাও থাকতে হবে? গুরুংপন্থীদের দাবি, বিজেপিকে হারানোর জন্য গুরুং প্রস্তাবিত পৃথক রাজ্যের এলাকার মধ্যেই থাকবেন। দার্জিলিঙে ওঁর বাড়ি রয়েছে। সেখানেও যাবেন। বিশাল ছেত্রীরা এ দিন যথারীতি বিজেপির কড়া সমালোচনায় সরব হন। বিশাল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, মুখের উপর সোজা বলেন। আর বিজেপি সামনে ভাই বলে পিঠে আমাদের ছুরি মেরেছে।’’