Advertisement
০৬ মে ২০২৪

যোগীর সভায় গাড়ি দেওয়ায় ‘হুমকি’

গত রবিবার রায়গঞ্জের কাশিবাটীতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দলীয় সভায় যোগ দিতে পারেননি। কিন্তু জনসভায় উত্তর দিনাজপুরের ন’টি ব্লক থেকে দলের বহু নেতা, কর্মী ও সমর্থক যোগ দিয়েছিলেন বলে দাবি বিজেপির

বিজেপির অভিযোগ, রাজ্য প্রশাসন প্রতিহিংসাপরায়ণ হয়ে যোগীর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি। —ফাইল চিত্র।

বিজেপির অভিযোগ, রাজ্য প্রশাসন প্রতিহিংসাপরায়ণ হয়ে যোগীর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৫৮
Share: Save:

গত রবিবার রায়গঞ্জের কাশিবাটীতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দলীয় সভায় যোগ দিতে পারেননি। কিন্তু জনসভায় উত্তর দিনাজপুরের ন’টি ব্লক থেকে দলের বহু নেতা, কর্মী ও সমর্থক যোগ দিয়েছিলেন বলে দাবি বিজেপির। ওই দিন তাঁদের ওই সভায় নিয়ে যাওয়ার অভিযোগে মঙ্গলবার বিভিন্ন রুটের গাড়ির চালকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিরুদ্ধে। এ দিন রায়গঞ্জের মহাত্মা গাঁধী রোড এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে দলের তরফে সাংবাদিক সম্মেলনে ওই অভিযোগ তোলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী ও দলের শ্রমিক সংগঠন মজদুর ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি মিঠুন ঘোষ। তাঁদের অভিযোগ, রবিবার তৃণমূল ও আইএনটিটিইউসির চাপে বেশিরভাগ বেসরকারি পরিবহণ মালিক বিজেপিকে বাস, ট্রেকার, ম্যাজিকভ্যান ভাড়া দেননি। ফলে গাড়ির অভাবে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার, করণদিঘি, ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর-১ ও ২ ব্লকের বিজেপির বহু নেতা ও কর্মী সভায় যেতে পারেননি বলে অভিযোগ। তাঁদের দাবি, শাসকদলের চাপ সত্ত্বেও জেলার নয়টি ব্লকের বিভিন্ন এলাকার পরিবহণ মালিকদের একাংশ প্রায় দেড়শোটি গাড়ি ভাড়া দিলে বহু নেতা, কর্মী ও সমর্থকেরা তাতে সভায় যান। মিঠুন ও বিশ্বজিতের কথায়, মঙ্গলবার রায়গঞ্জের পুর বাসস্ট্যান্ড চত্বরে আইএনটিটিইউসির নেতারা ওই সব গাড়ির চালকদের হুমকি দেন। পুর বাসস্ট্যান্ড থেকে সেগুলিকে চলতে না দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁরা জানান, বুধবার থেকে জেলার কোনও গাড়ির মালিক বা চালকের উপর শাসকদলের কেউ অত্যাচার করলে, দলের তরফে রায়গঞ্জে পুর বাসস্ট্যান্ড চত্বরে অনির্দিষ্টকাল বিক্ষোভ করা হবে।

আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার উপ পুরপ্রধান অরিন্দম সরকার বলেন, ‘‘জেলায় ঐক্য বজায় রাখতে জেলার বেসরকারি পরিবহণ মালিক ও পরিবহণ শ্রমিকেরা যোগীর সভায় বিজেপিকে গাড়ি ভাড়া দেননি। তবে বিজেপির নেতা, কর্মী, সমর্থকেরা ভুটভুটি ভাড়া করে সভায় যান। রাজনৈতিক স্বার্থে বিজেপি মিথ্যা অভিযোগ করছে।’’

জেলা পুলিশ সুপার সুমিত কুমারের বক্তব্য, পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিকের দাবি, বিজেপি কম ভাড়া দিতে চাওয়ায় জেলার পরিবহণ মালিকেরা যোগীর সভার জন্য গাড়ি ভাড়া দেননি। বিশ্বজিতের অবশ্য পাল্টা দাবি, শাসকদলের চাপে পরিবহণ মালিকদের সংগঠন মিথ্যা বলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Politics Yogi Adityanath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE