Advertisement
২৬ এপ্রিল ২০২৪
BJP

Malda: ভোটের আগে বিজেপির কৃষ্ণের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, কমিশনে যাচ্ছে তৃণমূল

ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ উঠল মালদহের ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে।

সামাজিক মাধ্যমে ভাইরাল এই ছবি।

সামাজিক মাধ্যমে ভাইরাল এই ছবি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০১:২৭
Share: Save:

ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ উঠল মালদহের ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো। তাতে বিজেপি প্রার্থীকে দেখা যাচ্ছে, বিজেপির উত্তরীয় পরে টাকা দিচ্ছেন তিনি। তাঁর হাতে বেশ কিছু পাঁচশো টাকার নোট দেখা যায়। সেগুলো গুনে গুনে বিলি করছেন তিনি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

অন্য দিকে এই ভিডিয়োকে হাতিয়ার করেছে তৃণমূল। ওই বিজেপি প্রার্থীর প্রার্থিপদ খারিজের আবেদন নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে তারা। তবে কৃষ্ণের দাবি, কোনও ভোটারকে নয়, দলীয় কর্মীকে সাহায্য করেছিলেন তিনি। দলীয়কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়েছেন। সেই ছবিই ভাইরাল হয়েছে। এই ব্যাখ্যা মানতে নারাজ শাসক দল।

মালদহ জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনও প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থিপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে।

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বকেয়া ১০৮ পুরসভার ভোট। তার তিন দিন আগে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ নিয়ে শোরগোল মালদহের ইংরেজবাজার পুরসভা অঞ্চলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE