বিনা হেলমেটে মোটরবাইক চালানো এবং নির্বাচনী বিধি অমান্য করে মোটরবাইক মিছিল করা। এই দু’টি অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল পুলিশ। এই মামলা করার ২৪ ঘণ্টার মধ্যেই রায়গঞ্জ থানার দুই পুলিশকর্মীর বিরুদ্ধে বিনা হেলমেটে মোটরবাইক চালানোর পাল্টা মামলা করল বিজেপি।
শুক্রবার বিকেলে ওই মামলা দায়ের করেন রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ সরকার। তিনি রায়গঞ্জ থানার সহকারি সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস ও নাম না করে আরও এক পুলিশকর্মীর বিরুদ্ধে ইমেলে রায়গঞ্জ থানায় ওই অভিযোগ পাঠান। ওই দুই পুলিশকর্মীর বিনা হেলমেটে মোটরবাইকে চড়ার ছবিও পুলিশের কাছে জমা করেছেন তিনি।
বিজেপি সূত্রের খবর, এ দিন দুপুর দেড়টা নাগাদ রাজ্য সম্পাদক রীতেশ তিওয়ারির নেতৃত্বে শহরে বিজেপির নেতা ও কর্মীরা মিছিল করছিলেন। অভিযোগ, সে সময় প্রদীপবাবু ওই দুই পুলিশকর্মীকে সুপারমার্কেট এলাকায় বিনা হেলমেটে শিলিগুড়িমোড় থেকে মোহনবাটির দিকে মোটরবাইক নিয়ে যেতে দেখেন। মিছিলের জেরে সৃষ্টি হওয়া যানজটে কিছুদূর এগিয়ে গিয়ে তাঁদের বাইকটি থেমে যায়। তখনই প্রদীপবাবু এগিয়ে গিয়ে মোবাইলে তাঁদের ছবি তুলে নেন। প্রদীপবাবুর অভিযোগ, জয়ন্ত দাস বিনা হেলমেটে বাইক চালাচ্ছিলেন। তাঁর বাইকের পিছনে অজ্ঞাত পরিচয় এক পুলিশকর্মীও বিনা হেলমেটে বসেছিলেন। প্রদীপ সরকারের অভিযোগ, ‘‘এ বার পুলিশ অভিযুক্ত ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে নিরপেক্ষতা প্রমাণ করুক।’’ পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌরের দাবি, অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, ‘‘নির্বাচনের মুখে বিজেপির নেতারা নানা প্ররোচনা সৃষ্টি করে প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy