Advertisement
৩০ এপ্রিল ২০২৪
BJP Campaign Siliguri

দেশভাগের স্মৃতিকে ‘উস্কে’ দিতে কর্মসূচি বিজেপি-র

মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি-র তরফে বিধান মার্কেটে দেশ ভাগের সময় ভারতে আসা কিছু মানুষকে এ দিন ডাকা হয়েছে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৩ ০৫:২৪
Share: Save:

লোকসভা ভোটের আগে দেশ ভাগের স্মৃতিকে উস্কে দিতে আসরে ফের নেমেছে বিজেপি। তৎকালী পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসে মানুষদের ডেকে নানা ভাবে সেই স্মৃতিকে স্মরণ করানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি-র তরফে বিধান মার্কেটে দেশ ভাগের সময় ভারতে আসা কিছু মানুষকে এ দিন ডাকা হয়েছে। বিজেপি সূত্রের খবর, তারা জাতীয়তাবাদকে উষ্কে দিতে চাইছে। আরএসএস-এর অখণ্ডতার দাবিকেও পরোক্ষে প্রাধান্য দিতে প্রত্যেক মণ্ডলে ১৪ অগস্ট এই কর্মসূচির নির্দেশ দিয়েছে দল।

তৃণমূলের প্রশ্ন, যদি অখণ্ডতাকেই গুরুত্ব দেওয়া হয় তাহলে বিজেপি উত্তরবঙ্গকে ভাগ করতে চাইছে কেন? উত্তরবঙ্গ আলাদা হলে কি মানুষ সমস্যায় পড়বেন না? দার্জিলিং জেলা (সমতল) তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষের বক্তব্য, ‘‘লোকসভার আগে জাতীয়তাবাদের নামে উষ্কানি দিচ্ছে বিজেপি। বিভেদ, গণ্ডগোল লাগানোর চেষ্টা করলে প্রশাসন দেখবে। আমরা বাংলার অখণ্ডতার কথা বলছি।’’

শিলিগুড়ি সাংগঠনিকে জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল বলেন, ‘‘কোনও এলাকার অনুন্নয়নকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব সেখানকার জনপ্রতিনিধিদের। উত্তরবঙ্গের বঞ্চনার কথা নতুন নয়। বিজেপির বাংলা ভাগ চায় না। তবে বঞ্চনার দাবিকে তুলে ধরা অন্যায় নয়।’’ এই উপলক্ষ্যে তাঁরা এ দিন মোমবাতি মিছিলও করবেন বলে জানিয়েছেন জেলা বিজেপির যুব সভাপতি অরিজিৎ দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

independence day Siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE