শাসকদলের বিভিন্ন সিন্ডিকেট মোদীর সভায় যেতে বাসিন্দাদের আটকাতে সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠক করে দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া জানান, এর আগে লোকসভা ভোটের সময় শিলিগুলিতে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। সেই সভায় প্রচুর লোক এসেছিলেন। ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধীর পর নরেন্দ্র মোদী তৃতীয় যিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এবার উত্তরবঙ্গে আসছেন। তবে বিজেপি নেতা হিসাবে তাঁর এই সফর। তাঁর সভায় কেমন লোক হয় সেটা বৃহস্পতিবারই সকলে বুঝবেন। তবে শাসক দলের গাড়ি ও বাসের যে সিন্ডিকেট রয়েছে তাঁরা সমস্যা তৈরি করতে পারে। সাংসদ বলেন, ‘‘প্রতিপদক্ষেপে শাসকদলের সিন্ডিকেট বাধা দেওয়ার চেষ্টা করছে। সভায় যত গাড়ি আসার কথা চলছে সে সব তারা আটকে দিতে পারে।’’ মানুষ এটাই আলোচনা করছে বলে দাবি সাংসদের। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এসেছে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তারা স্থানীয় সরকারি আধিকারিক যাঁরা রয়েছেন তাঁদের পরামর্শে চলতে বাধ্য। ওই আধিকারিকরা এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাঁদের চালান জেলাশাসক। তাঁদের একাংশ রাজ্য সরকারের হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, মোদীর সভায় লোক হবে না জেনেই আগে থেকে সুর তুলেছে বিজেপি’র ওই সাংসদ। সিপিএম নেতৃত্বের একাংশ জানান, এই রাজ্যে বিজেপি’র কোনও প্রসঙ্গিকতা নেই।