রাতে হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন চিকিৎসাধীন রোগী! পরের দিন সকালে হাসপাতাল চত্বরেই মিলল সেই রোগীর দেহ। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। রোগীর পরিবার আঙুল তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম দুখু আহেরি। তাঁর বয়স ৪৫। তিনি পুরাতন মালদহ থানার শুকানদিঘি এলাকার বাসিন্দা। পেশায় শ্রমিক দুখুকে গত মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার রাত ১১টা পর্যন্ত স্বামীর সঙ্গে ওয়ার্ডে ছিলেন চিন্তামণি আহেরি। তিনি জানান, পুরুষ ওয়ার্ডে কোনও মহিলাকে থাকতে দেওয়া হবে না বলে কর্তব্যরত নার্স এবং রক্ষীরা তাঁকে ওয়ার্ড থেকে বার করে দেয়।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে স্বামীকে দেখতে হাসপাতালের পুরুষ (মেডিসিন) বিভাগে যান চিন্তামণি। কিন্তু গিয়ে দেখেন, তাঁর স্বামী নেই। হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর স্বামী নিখোঁজ হয়ে গিয়েছেন। এর পরেই শুরু হয় খোঁজাখুঁজি। চিন্তামণি দেখেন, মেডিসিন ওয়ার্ড থেকে ১০০ মিটার দূরে মেডিক্যাল কলেজের নির্মীয়মাণ ভবন চত্বরে পড়ে রয়েছে তাঁর স্বামীর দেহ। পরিবারের প্রশ্ন, চিকিৎসাধীন রোগী কী ভাবে নিখোঁজ হলেন বেড থেকে? নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? মেডিক্যাল কলেজে সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর বলেন, ‘‘শুনেছি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’ তৃণমূল নেতা তথা রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, কারও দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।