Advertisement
০২ মে ২০২৪

গৌড় এক্সপ্রেসে দুই বিধায়কের জিনিস চুরি

এ বার খোদ দুই বিধায়কেরই জিনিসপত্র চুরি হয়ে গেল গৌড় এক্সপ্রেস থেকে।চাঁচলের বিধায়ক কংগ্রেসের আসিফ মেহবুবের একটি ব্যাগ খোওয়া গিয়েছে। সেই ব্যাগে ছিল একটি ট্যাব ও দামি মোবাইল ফোন। রতুয়ার বিধায়ক কংগ্রেসেরই সমর মুখোপাধ্যায়ের ব্রিফকেসও চুরি গিয়েছে।

আসিফ মেহবুব (বাঁ দিকে) ও সমর মুখোপাধ্যায় (মাঝে)। ছবি: নিজস্ব চিত্র

আসিফ মেহবুব (বাঁ দিকে) ও সমর মুখোপাধ্যায় (মাঝে)। ছবি: নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ০২:৫৪
Share: Save:

এ বার খোদ দুই বিধায়কেরই জিনিসপত্র চুরি হয়ে গেল গৌড় এক্সপ্রেস থেকে।

চাঁচলের বিধায়ক কংগ্রেসের আসিফ মেহবুবের একটি ব্যাগ খোওয়া গিয়েছে। সেই ব্যাগে ছিল একটি ট্যাব ও দামি মোবাইল ফোন। রতুয়ার বিধায়ক কংগ্রেসেরই সমর মুখোপাধ্যায়ের ব্রিফকেসও চুরি গিয়েছে। আসিফের সহযাত্রী ফরাক্কার এক ব্যবসায়ীরও মোবাইল চুরি হয়ে গিয়েছে। আসিফ ছিলেন ট্রেনের প্রথম শ্রেণির বাতানুকূল কামরায়, পাশেই দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরায় ছিলেন সমর।

দু’জনেই শিয়ালদহ থেকে মালদহ যাচ্ছিলেন। মালদহের জিআরপির আইসি কৃষ্ণ গোপাল দত্ত বলেন, ‘‘ওই ট্রেনের টিটি জানিয়েছেন, নলহাটির কাছে চাঁচলের বিধায়কের কিছু সামগ্রী চুরি হয়েছে। তবে বিধায়ক সমরবাবুর ব্রিফকেস কোথায় চুরি হয়েছে, তা জানার চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

গৌড় এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনে প্রায়ই চুরি হচ্ছে। মাস ছয়েক আগে এই ট্রেনের সাধারণ কামরা থেকে তিন যাত্রীর সর্বস্ব চুরি হয়ে গিয়েছিল। মালদহ জিআরপিতে অভিযোগও করেছিলেন যাত্রীরা। নিয়মিত যাত্রীদের বক্তব্য, এমন ঘটনা প্রায়ই ঘটে এই ট্রেনে। তবে এ বার খোদ বিধায়কেরাই লুঠের কবলে পড়ায় উদ্বিগ্ন তাঁরা।

সমর বলেন, ‘‘ট্রেনে চুরির ঘটনায় রেলপুলিশ ও চোরেদের যোগসাজশ রয়েছে। সাধারণ কামরা থেকে প্রথম সারির সংরক্ষিত কামরাগুলিতেও দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা।’’ আসিফ বলেন, ‘‘রেলের নিরাপত্তা বলে কিছু নেই। নামমাত্র নিরাপত্তা রক্ষী থাকলেও তাঁদের মনোভাব ঢিলেঢালা।’’

ওই ট্রেনের অন্য কামরাতে ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক কংগ্রেসের মোস্তাক আলম ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তৃণমূলের আশিস কুণ্ডুও। সমরবাবুর দাবি, তাঁর ব্রিফকেসে নগদ ৭০ হাজার টাকা, এটিএম কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাশ বই, বিধানসভার প্যাড সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। এ দিন সকাল ৬টা নাগাদ ট্রেনটি মালদহ স্টেশনে পৌঁছতেই সমরবাবু দেখেন তাঁর ব্রিফকেস নেই। তখনই জানতে পারেন আসিফ মেহবুবেরও কিছু সামগ্রী লুঠ হয়েছে।

দু’টি কামরাতে চুরির ঘটনায় দুষ্কৃতীদের কোনও দল জড়িত বলে মনে করছে রেলপুলিশ। পুলিশ জানিয়েছে, আসিফের কামরায় আরও এক ব্যক্তি শিয়ালদহ থেকে মালদহের টিকিট কেটে উঠেছিলেন। কিন্তু তিনি নলহাটি স্টেশনে নেমে যান। তাঁর খোঁজ করেছে রেলপুলিশ।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটিতে এক এএসআই সহ ছয় কনস্টেবল ছিলেন। ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার জীবনকৃষ্ণ প্রসাদ বলেন, ‘‘আমরা সারা রাত নজরদারি চালাই। কী ভাবে চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gour Express
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE