‘নায়ক’ ছবিতে টাকার পাহাড়ে মহানায়ক উত্তমকুমারের ডুবে যাওয়া ছিল স্বপ্নদৃশ্য। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের ডাঙা পঞ্চায়েতের খাস জলাশয়ে শুক্রবারের সকালে রাশি রাশি টাকা ভাসতে দেখে প্রথমটায় বিস্ময়ে হতবাক হয়ে যান বাসিন্দারা। সাত সকালেই সে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ ভিড় করে টাকা তুলতে জলে নেমে পড়েন। পুকুরের জল তোলপাড় হতেই আরও ১০, ২০, ১০০ টাকার নোট ভেসে উঠতে থাকে। গোছা গোছা ১০, ২০ টাকার নোট হস্তগত করে বাড়ির পথ ধরেন অনেকেই।
বালুরঘাট থানার অদূরে ডাঙা অঞ্চলের হোসেনপুর ড্রাইভার কলোনি এলাকার একটি এঁদো পুকুরে বাজার চলতি ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট ভেসে ওঠার খবরে এ দিন সকাল থেকে পুকুরের পাড়ে ভিড় জমায় দলে দলে মানুষ। জল থেকে মুঠো মুঠো টাকা তুলতে থাকে জনতা। যে যার মতো টাকা নিয়ে সরে পড়েন বলে অভিযোগ। ততক্ষণে থানা থেকে পৌঁছে যায় পুলিশ। গোটা পুকুর পাড় ঘিরে ফেলা হয়। এরপর বিভিন্ন বাড়িতে তল্লাশি শুরু করে হাজার দশেক টাকা পুলিশ উদ্ধার করতে পেরেছে। এলাকার বাসিন্দা বিকাশ সরকার, পরাণ রায় বলেন, ‘‘সকালে মাঠের কাজে গিয়ে হইচই শুনে গিয়ে দেখি সত্যি পুকুরের জলে টাকা ভাসছে।’’ বিকাশবাবু একটি ১০ টাকার বান্ডিল পেয়ে পরে পুলিশের কাছে তুলে দেন।
ওই অঞ্চলের লাগোয়া বালুরঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শঙ্কর দত্ত খবর পেয়ে সেখানে যান। তিনি বলেন, ‘‘আমি এলাকায় পৌঁছনোর আগে পুকুর থেকে নাকি বস্তাভর্তি টাকা পেয়ে লুঠপাট হয়েছে বলে শুনেছি।’’ বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষের অনুমান, সম্ভবত উপায় না পেয়ে কেউ পুকুরের জলে টাকা লুকিয়ে রাখতে পারে। কোথায় থেকে ওই টাকা এলো, কে ঘটনার সঙ্গে যুক্ত, তদন্ত হচ্ছে।