উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)-কে নতুন করে সাজাতে বিভিন্ন উদ্যোগের কথা ঘোষণা করলেন সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৬০০টি বাস বিভিন্ন রুটে চললেও আয়ের তুলনায় ব্যয় অনেকটাই বেশি। তাই আগামী দিনে কুড়ি কোটি টাকা লক্ষ্যমাত্রা রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা নতুন করে সাজিয়ে তোলা হবে বলে জানান তিনি।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর সোমবার কোচবিহার ডিপো পরিদর্শনে যান পার্থ। সেখানে তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আয় বাড়াতে সংস্থার বিভিন্ন বাড়িগুলি বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হবে। করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু রুটে বাস পরিষেবা বন্ধ রয়েছে। দ্রুত লাভজনক রুটগুলিতে যাতে বাস পরিষেবা চালু করা যায় সেই বিষয়ে পদক্ষেপ করা হবে।’’