Advertisement
E-Paper

গুলি করল কে, রহস্য কাটেনি

রবিবার গ্রামে তদন্তে আসার কথা ফরেন্সিক বিশেষজ্ঞদের। শিশুটির বাড়ি ঘিরে রয়েছে পুলিশ পিকেট। পুরো এলাকা থমথমে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫৯
শোক: ছেলেকে দেখে হাসপাতাল থেকে বার হয়ে আসছেন মৃণালের মা। —নিজস্ব চিত্র।

শোক: ছেলেকে দেখে হাসপাতাল থেকে বার হয়ে আসছেন মৃণালের মা। —নিজস্ব চিত্র।

মালদহের মানিকচকের রামনগরে তিন বছরের শিশু মৃণাল মণ্ডলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রহস্য কাটল না এখনও। আজ, রবিবার গ্রামে তদন্তে আসার কথা ফরেন্সিক বিশেষজ্ঞদের। শিশুটির বাড়ি ঘিরে রয়েছে পুলিশ পিকেট। পুরো এলাকা থমথমে।

কিন্তু শিশুটিকে কে গুলি করল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। অভিযোগের পর ২৪ ঘণ্টা পরেও কেউ গ্রেফতার হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের মনে করছে, বাইরে থেকে গুলি করে গ্রামবাসীদের নজর এড়িয়ে কারও পক্ষে পালিয়ে যাওয়া অসম্ভব। পাশাপাশি, গ্রামবাসীদের একাংশের দাবি, বাড়ির মধ্যেই কারও হাতের বন্দুক থেকে গুলি ছিটকে শিশুটির মাথায় লেগে থাকতে পারে। যদিও শিশুটির পরিবার এই তত্ত্ব উড়িয়ে দিয়েছে। শিশুটির বাবা পরিমল মণ্ডল এ দিন বলেন, “দুষ্কৃতীরা বাইরে থেকে গুলি করে পালিয়েছে। আমাকে কিংবা আমার স্ত্রীর উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল। আর আমরা নিরীহ মানুষ। কোথায় আগ্নেয়াস্ত্র পাব?” দুষ্কৃতীরা বিজেপির বলেও দাবি তাঁর।

গত বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ হয় মানিকচক গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য পুতুল মণ্ডলের ছোটছেলে মৃণাল। পরদিনই শিশুটির বাবা পরিমল বিজেপির প্রধান বিউটি মণ্ডল, উপপ্রধান শঙ্কর মণ্ডল, বিজেপির জেলা পরিষদ প্রার্থী অনিল মণ্ডল-সহ মোট ১৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বিজেপি থেকে পুতুল তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। আর তাতেই গুলিবিদ্ধ হয়েছে নিরীহ শিশু।

কিন্তু তদন্তের প্রথম থেকেই পরিবারের এই দাবি নিয়ে ধন্দে পুলিশ। পরিমলদের বাড়ি ভাঙাচোরা হলেও চারদিকে পাঁচিল রয়েছে। বাড়ির চারপাশেই প্রতিবেশীদের বাড়ি। বাইরে থেকে গুলি করে কারও নজর এড়িয়ে দুষ্কৃতীদের পালানোর সম্ভাবনা কম বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশের এক কর্তা বলেন, “পরিমলবাবুরা দুই ভাই। বাড়িতে তাঁদের বাবা-মাও থাকেন। পরিবারে ছোটবড়ো মিলিয়ে প্রায় আট-ন’জন সদস্য রয়েছে। আর প্রত্যেকের কথাতেই অসঙ্গতি রয়েছে। একজনের সঙ্গে অন্যজনের কথায় কোনও মিল পাওয়া যায়নি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে যাওয়ায় প্রচণ্ড রক্তপাত হয়েছে। তবে বারান্দায় রক্তের চিহ্ন পাওয়া যায়নি। তা মুছে দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থল থেকে গুলির খোল পাওয়া গিয়েছে। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, “ঘটনার তদন্ত চলছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”

তবে শিশুটির পরিবারের সুরেই সুর মিলিয়েছেন তৃণমূল নেতা জেলা পরিষদের সহকারী সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। তবে বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, “ঘটনায় বিজেপি যুক্ত নয়। নিজেদের গুলিতেই শিশুটি জখম হয়েছে।’’

Child Malda মালদহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy