Advertisement
E-Paper

বিক্ষোভে অসুস্থ পড়ুয়ারা

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রমেশচন্দ্র দত্ত গার্লস হাইস্কুলের ঘটনা। প্রধান শিক্ষিকার চেয়ার দখল নিয়ে দুই শিক্ষিকার কাজিয়ায় গত প্রায় চার মাস ধরে স্কুলের ওই অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১১:৫০
আতঙ্ক: স্কুলে চলছে অনিয়ম। নালিশ জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েছে খুদে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

আতঙ্ক: স্কুলে চলছে অনিয়ম। নালিশ জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েছে খুদে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

স্কুলে বিদ্যুৎ নেই। বন্ধ মিড-ডে মিলও। তাই জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রমেশচন্দ্র দত্ত গার্লস হাইস্কুলের ঘটনা। প্রধান শিক্ষিকার চেয়ার দখল নিয়ে দুই শিক্ষিকার কাজিয়ায় গত প্রায় চার মাস ধরে স্কুলের ওই অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ।

প্রধান শিক্ষিকা পদে স্বপ্না চক্রবর্তী নিয়োগ পেয়ে ওই স্কুলে যোগ দিলেও টিচার ইনচার্জ সুইটি টুডু তাঁকে দায়িত্ব হস্তান্তর না করে স্বপদে বহাল রয়েছেন বলে অভিযোগ। দুই শিক্ষিকার কাজিয়ায় স্কুলের তহবিল বন্ধ। তাই ভর্তির রসিদ ছাপানো থেকে বিদ্যুতের বিল মেটানো সবই বন্ধ রয়েছে। এ বারে ওই স্কুলে উচ্চমাধ্যমিকে কোনও ছাত্রী এখনও ভর্তি হতে পারেনি। বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ায় স্কুল এবং হস্টেলে আলো-পাখা বন্ধ। বন্ধ রয়েছে জল সরবরাহও। দোকানে ধার করে কোনওরকম ভাবে মিড-ডে মিল চলছিল। দোকানি ধারে খাদ্যসামগ্রী দেওয়া বন্ধ করে দেওয়ায় মিড-ডে মিলের রান্নাও বন্ধ।

এ সবের প্রতিবাদে এ দিন ছাত্রীরা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে জেলাশাসকের অফিসে জোর করে ঢুকতে যায়। তখনই পুলিশ বাধা দিয়ে তাদের সিঁড়ির কাছে আটকে রাখে। সে সময় ধস্তাধস্তিতে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। স্কুলের অচলাবস্থা কাটাতে জেলাশাসক এবং ডিআই কেন কোনও পদক্ষেপ করছেন না সেই প্রশ্ন তুলে ওই ছাত্রীরা তুমুল চিৎকার চেঁচামেচি করতে থাকে। শেষে জেলাশাসক সঞ্জয় বসু ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলে এক ঘণ্টা পর উত্তেজনা কমে।

Education Electricity Mid-Day Meal বালুরঘাট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy