বিতর্কের জেরে বাতিল হয়ে গেল রাজ্য তাইকোন্ড প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান৷ শুক্রবার থেকে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছিল রাজ্য প্রতিযোগিতা৷ শেষ দিন একটি সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল উদ্যোক্তাদের৷ কিন্তু তার আগেই শুক্রবার মাঝরাতে কলকাতার চার খুদে প্রতিযোগীকে ঘর থেকে বের করে দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েন উদ্যোক্তারা৷ তাঁদের বিরুদ্ধে শনিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের করেন এক প্রতিযোগীর অভিভাবক৷ গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েন বেঙ্গল তাইকোন্ড অ্যাসোসিয়েশন ও জলপাইগুড়ি তাইকোন্ড অ্যাসেসিয়েশনের কর্তারা৷ তার জেরেই এ দিন বাতিল হয়ে যায় সমাপ্তি অনুষ্ঠান৷ জলপাইগুড়ি তাইকোন্ড অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ চন্দ বলেন, “প্রতিযোগিতার শেষ দিনে একটি জাঁক-জমকপূর্ণ অনুষ্ঠানের কথা ভেবেছিলাম৷ অনেক অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷ কিন্তু শুক্রবার মাঝরাতের ঘটনাকে ঘিরে যে ভাবে বিতর্ক দানা বাঁধল, তাতে আমরা মানসিক ভাবে বিপর্যস্ত৷ সে জন্যই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে৷ অতিথিদের তা জানিয়েও দেওয়া হয়৷” তবে চার খুদেকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনায় তাঁরা যে দুঃখিত, এ দিন তাও জানান প্রদীপাবাবু৷ রাজ্যের ১১টি জেলার ৫০০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় যোগ দেয়। রবিবার ফাইনাল ছিল। সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র এবং সিনিয়র চারটি বিভাগ মিলিয়ে কলকাতা পূর্ব ২২৫ পয়েন্ট পায় এবং জলপাইগুড়ি ২১৭ পয়েন্ট পায়।